এক্সপ্লোর
Aadhaar-PAN link: দেরি করলে সমস্যায় পড়বেন ! ৩১ মার্চের আগেই করতে হবে এই কাজ
PAN Aadhaar Linking: হাতে রয়েছে আর কিছুদিন। PAN-এর সঙ্গে ১২ সংখ্যার আধার নম্বর লিঙ্ক না করলে ভুগবেন আপনি।
Aadhaar Pan Link
1/11

PAN Aadhaar Linking: হাতে রয়েছে আর কিছুদিন। PAN-এর সঙ্গে ১২ সংখ্যার আধার নম্বর লিঙ্ক না করলে ভুগবেন আপনি। আয়কর বিভাগের সর্বশেষ নির্দেশিকা বলা হয়েছে, ৩১ মার্চ এই দুটি পরিচয়পত্র লিঙ্ক করার শেষ তারিখ।
2/11

যারা এই নির্দিষ্ট সময়ের মধ্য়ে দুটি কার্ড লিঙ্ক করতে ব্যর্থ হবেন, তাদের প্যান কার্ড ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে৷
Published at : 07 Mar 2023 08:54 PM (IST)
আরও দেখুন






















