Akshaya Tritiya 2023: সোনা কিনতে গিয়ে এই ভুল করলে ঠকবেন !
By : ABP Ananda | Updated at : 22 Apr 2023 11:57 PM (IST)
Gold
1/9
Gold Price: অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে চাইলে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি। অন্যথায় প্রতারকদের হাতে পড়ে সমস্যা বাড়বে আপনার।
2/9
আজ সারাদেশে আড়ম্বরে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2023) উৎসব। হিন্দুরা বিশ্বাস করেন, এই দিনে সোনা বা রূপোর মতো ধাতু কিনলে ঘরে সমৃদ্ধি আসে। একই সময়ে সবাই এই উপলক্ষে হীরেতেও বিনিয়োগ করতে পারেন।
3/9
আপনিও যদি এই শুভ উপলক্ষ্যে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই বিষয়গুলি দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সোনার দাম বাড়ার কারণে বাজারে নকল সোনার বিক্রিও অনেক বেড়েছে। এই ক্ষেত্রে যেকোনও ধরনের প্রতারণা এড়াতে কিছু সহজ টিপস মেনে চলুন।
4/9
1. হলমার্ক চেক করুন সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য প্রথমে আপনি যে কয়েন বা গয়না কিনছেন তাতে হলমার্ক (গোল্ড জুয়েলারির হলমার্ক) আছে কি না তা পরীক্ষা করুন। ১ এপ্রিল, ২০২৩ থেকে সরকার সব গয়নার ওপর একটি ছয় অঙ্কের হলমার্ক নম্বর দিয়েছে। এখন কোনও দোকানদার ৬ সংখ্যার হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করতে পারবে না।
5/9
2. মেকিং চার্জ চেক করুন সোনার গয়না কেনার সময় মেকিং চার্জ (গোল্ড জুয়েলারি মেকিং চার্জ) দেখে নেওয়া দরকার। মেকিং চার্জ ব্র্যান্ড ও দোকানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে গ্রাহকদের আকৃষ্ট করতে অনেক জুয়েলার্স ও ব্র্যান্ডগুলি মেকিং চার্জ (অক্ষয় তৃতীয়ার অফার) এর উপর ৫০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় দিচ্ছে। এই ক্ষেত্রে, আপনি এটি পরীক্ষা � �রে গয়না কিনতে পারেন।
6/9
3. সোনার দাম পরীক্ষা করুন আপনি যখনই সোনার গয়না কিনতে যান, সোনার বর্তমান দাম দেখে নিন। রাজ্য ও শহর ভেদে সোনার দাম পরিবর্তিত হয়। তাই ঘরে বসেই জেনে নিন সঠিক দাম। আপনি চাইলে আপনার শহরের দোকানদারদের ফোন করে সাম্প্রতিক দাম জেনে নিন। এইভাবে আপনি গয়না কেনার সময় গয়না ও মেকিং চার্জ উভয়ই জানতে পারবেন।
7/9
4. বিল নিতে ভুলবেন না যখনই সোনা কিনবেন, বিল সঙ্গে নেবেন। আপনি যদি সেই গয়না পরে বিক্রি করেন, তাহলে আপনার জানা উচিত, গয়নার ওপর কত মূলধন লাভ করেছেন তা ট্যাক্সের মধ্য়ে পড়ে। তাই বিল করা প্রয়োজন। এ ছাড়াও বিলে বিশুদ্ধতা, ওজন ও সোনা ও রূপার দামের মতো অনেক বিবরণ থাকে যা জানা গুরুত্বপূর্ণ।
8/9
5. ওজন পরীক্ষা করা প্রয়োজন সোনা কেনার সময় এর দামের সঙ্গে ওজন পরীক্ষা করা দরকার। কতটা বিশুদ্ধ সোনা কিনছেন সেটাও মাথায় রাখুন।
9/9
সোনা ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট ও ১৬ ক্যারেটের হতে পারে। সাধারণত ২২ ক্যারেট সোনা গয়না তৈরি করতে ব্যবহৃত হয়। সোনার বিশুদ্ধতা যত বেশি তার দাম তত বেশি।