এক্সপ্লোর
Modi Government Scheme: অ্যাকাউন্টে আসবে পুরো ১০ হাজার টাকা, এই স্কিমে প্রতি মাসে টাকা পাবেন স্বামী-স্ত্রী
Atal_Pension_Scheme-এ পাবেন অতিরিক্ত এই সুবিধা।
1/6

Atal Pension Scheme: আপনিও যদি কোনও সরকারি স্কিমে টাকা লগ্নি করার পরিকল্পনা করেন, তাহলে ভাবতে পারেন মোদি সরকারের(Modi Government)এই স্কিম। যেখানে বয়সকালে স্বামী-স্ত্রী উভয়ের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই স্কিমে বিনিয়োগ করলে সরকার স্বামী-স্ত্রীকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেবে। এই সরকারি প্রকল্পের নাম অটল পেনশন যোজনা (Atal Pension Scheme)।
2/6

অটল পেনশন যোজনা হল মোদি সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। যাতে প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হয়। যদি স্বামী- স্ত্রী উভয়েই এই স্কিমের জন্য আবেদন করেন, তবে তারা মাসে 10,000 টাকার সুবিধা পাবেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বলছে, স্বামী-স্ত্রী উভয়েই এই স্কিমের অধীনে 5000 টাকা পেনশনের জন্য আবেদন করতে পারেন।
Published at : 05 Dec 2021 10:09 PM (IST)
আরও দেখুন






















