এক্সপ্লোর
Atal Pension Yojana: এই অবসরের স্কিমে দারুণ সুবিধা, সঙ্গে সরকারি সুরক্ষা
Retirement
1/10

কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি শ্রেণির জন্য বিভিন্ন পরিকল্পনা (Savings Scheme) নিয়ে আসে। বার্ধক্যজনিত (Retirement) চাপ থেকে কোটি কোটি মানুষকে স্বস্তি দিতে সরকার 2015 সালে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) শুরু করেছে।
2/10

এই প্রকল্পের আওতায় প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে, অ্যাকাউন্টধারীরা বার্ষিক 60,000 টাকা বা মাসিক 5000 টাকা পেনশন (Pension) পেতে পারেন। এখানে এই স্কিমের বিশদ বিবরণ ও যোগ্যতার বিষয়ে বলা হল।
Published at : 22 Aug 2023 07:02 AM (IST)
আরও দেখুন






















