Ducati 2022 Panigale V4- প্রকাশ্যে চলে এল ডুকাটির নতুন মনস্টার। ইতালির সুপারবাইক প্রস্তুতকারক সংস্থা ডুকাতির 2022 Panigale V4 এর এরগোনমিক্স, এরোডাইনামিকস, চেসিস, ইঞ্জিন ও ইলেকট্রনিক্সে এসেছে বহু পরিবর্তন। তবে বাইকের কিছু ফিচার একই রয়েছে। এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই বাইক। চলুন দেখে নেওয়া যাক এর কিছু ছবি ও বিশেষত্ব।
2/6
Ducati Panigale V4-এর সিট ও ট্যাঙ্কের সারফেসে হয়েছে পরিবর্তন। আগের থেকে আরও বেশি অ্যারোডাইনামিক ডিজাইন পেয়েছে এই বাইক। হাই স্পিডে চলার সময় যাতে সমস্যা না হয় তাই দেওয়া হয়েছে এই ডিজাইন।
3/6
কুলিং সিস্টেমের উন্নতির জন্য ফেয়ারিংয়ের নিচে নতুনভাবে ডিজাইন করা হয়েছে এক্সট্র্যাকশন সকেটগুলি। এরফলে বাইক আরও কমপ্যাক্ট ও ডবল-প্রোফাইল ডিজাইন উইংস পেয়েছে।যা গতি বাড়ালেও বাইকের স্থিতিশীলতা বজায় রাখবে।
4/6
2022 Ducati Panigale V4-এ এবার বদলে দেওয়া হয়েছে লুব্রিকেশন সার্কিট ও ওয়েল পাম্প। এই নতুন আপডেটের ফলে পাওয়ার অ্যাবসর্বশন কম হয়েছে। ফলে হাই স্পিডে আরও মসৃণ হবে বাইকের রাস্তা।
5/6
2022 Ducati Panigale V4-এর ইঞ্জিন এখন 3,000 rpm-এ 215.5 hp শক্তি উৎপন্ন করে৷ যা চোখের পলকে দুরন্ত গতি তুলতে সক্ষম।
6/6
নতুন Panigale V4 এর শক্তিশালী ইঞ্জিন 123.6 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের সঙ্গে বাজারে কড়া লড়াই হবে BMW S 1000 RR এর। প্রতিযোগিতার দৌড়ে কেউ কাউকে ছাড়বে না বলেই আশা করছে ক্রেতারা।