এক্সপ্লোর
Electric Bikes Update: ৫০০ কিলোমিটার চলার খরচ ১১৫ টাকা! জেনে নিন এই বাইকের স্পেকস ও দাম
Electric_Bikes : এই দামে এত মাইলেজ, অন্য ইলেকট্রিক বাইকে পাবেন কি ?
1/6

Electric Bikes Update:আজ আমরা আপনাকে এমন একটি বৈদ্যুতিক বাইক সম্পর্কে বলব, যা মাত্র 23 পয়সায় 1 কিলোমিটার চলে। এই খরচ যেকোনও পেট্রল চালিত বাইকের থেকে অনেক কম।
2/6

এই বাইকটির নাম জয় ই-বাইক মনস্টার। কোম্পানির দাবি, এই ইলেকট্রিক বাইকে 1 কিলোমিটারে যাওয়ার খরচ মাত্র 23 পয়সা। এটি এক চার্জে 95KM রেঞ্জ দিতে সক্ষম।
3/6

কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইক 115 টাকায় মোট 500 কিমি ড্রাইভিং রেঞ্জ দেয়। এতে রয়েছে 72 V, 39 AH লিথিয়াম আয়ন ব্যাটারি। বাইকটি 1500W DC ব্রাশলেস হাব মোটরে চলে।
4/6

জয় ই-বাইক মনস্টার সম্পূর্ণ চার্জ হতে 5 থেকে 5.5 ঘণ্টা সময় নেয়। এর ব্যাটারি ফুল চার্জ দিতে 3.3 ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
5/6

এই ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ গতি 60 কিমি প্রতি ঘণ্টা। এই ইলেকট্রিক বাইকের এক্স-শোরুমের দাম 98,666 টাকা।
6/6

বাজারে এলে এটি Komaki MX3, Komaki M-5 ও Revolt Motors RV 400 এর মতো বৈদ্যুতিক মোটরসাইকেলগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
Published at : 06 Mar 2022 06:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
