এক্সপ্লোর
Mini Cooper SE Electric Photos: এক চার্জে যেতে পারে দিল্লি থেকে দেরাদুন, দেখুন মিনি কুপার ইলেকট্রিক
Mini_Cooper_SE_Electric_Photos :
1/5

Mini Cooper SE Electric Pics: আগামী মার্চেই Mini Cooper Electric SE লঞ্চ করতে চলেছে BMW India। অক্টোবরেই গাড়ির টিজার ছাড়ে কোম্পানি। শুরু হয়ে গিয়েছে এর প্রি-বুকিং। আপনি প্রি-বুকিং করতে চাইলে দিতে হবে 1 লাখ টাকা টোকেন মানি। শোনা যাচ্ছে, গাড়িতে 32.6kWh এর একটি ব্যাটারি প্যাক দেবে কোম্পানি। কোম্পানির দাবি, এই গাড়ি 270Nm টর্ক জেনারেট করতে পারে। 7.3 সেকেন্ডে (0-100) kmph গতি তুলতে পারে মিনি।
2/5

একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই গাড়িটি প্রায় 270 কিমি (Mini Cooper Electric SE ড্রাইভিং রেঞ্জ) ড্রাইভ রেঞ্জ দেবে। বলতে গেলে দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব একই। তাই এই গাড়িটি এক চার্জেই আপনাকে দিল্লি থেকে দেরাদুন পৌঁছে দিতে পারে।
Published at : 21 Dec 2021 05:28 PM (IST)
আরও দেখুন






















