এক্সপ্লোর
Credit Card: শুধু HDFC নয়, বদলে যাচ্ছে আরও ৩ ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম- চার্জ বাড়ছে ?
Credit Card Rules: কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেরও কিছু ডেডলাইন আছে এই জুলাই মাসেই। SBI ১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি কাজে আর্থিক লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করতে চলেছে।

ছবি- ফ্রিপিক
1/10

সম্প্রতি HDFC ব্যাঙ্ক ঘোষণা করেছে ১ অগস্ট থেকে তাদের ক্রেডিট কার্ডের বেশ কিছু নিয়ম বদলে যেতে চলেছে। ছবি- ফ্রিপিক
2/10

যে সমস্ত গ্রাহক HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের খরচ এবার খানিক বাড়বে বলেই জানা গিয়েছে। ছবি- ফ্রিপিক
3/10

সামনেই জুলাই মাস। ৩১ জুলাই আয়কর জমা করার শেষ দিন। এর মধ্যে ITR জমা না দিলে হবে জরিমানা। ছবি- ফ্রিপিক
4/10

আয়করের ডেডলাইনের সঙ্গে সঙ্গে কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেরও কিছু ডেডলাইন আছে এই জুলাই মাসেই। ছবি- ফ্রিপিক
5/10

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার ১ জুলাই ২০২৪ থেকে তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি কাজে আর্থিক লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করতে চলেছে। ছবি- পিটিআই
6/10

অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, ১ জুলাই থেকে কার্ড রিপ্লেসমেন্টের জন্য তাদের এবার ১০০ টাকার বদলে ২০০ টাকা দিতে হবে। ছবি- পিটিআই
7/10

HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা যদি ক্রেড, চেক, মোবিকুইক, ফ্রিচার্জের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে তাদের ভাড়া পরিশোধ করে, তাহলে লেনদেন ফি হিসাবে 1 শতাংশ চার্জ করা হবে। এই চার্জ প্রতি লেনদেন সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত হতে পারে। ছবি- পিটিআই
8/10

অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে সমস্ত সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্ট স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজ করতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে। ছবি- গেটি
9/10

পিএনবি রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের লাউঞ্জ অ্যাক্সেসের নিয়ম বদলাচ্ছে। একটি ত্রৈমাসিকে গ্রাহক শুধু একটিই ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস পাবেন। ছবি- ফ্রিপিক
10/10

ব্যাঙ্ক তার ক্রেডিট কার্ড ইএমআই প্রসেসিং ফি পরিবর্তন করেছে৷ আপনি যদি কোনও ওয়েবসাইট থেকে কেনাকাটা করার পরে HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই প্রক্রিয়া করেন তবে আপনাকে প্রসেসিং চার্জ হিসাবে 299 টাকা দিতে হবে। এর পাশাপাশি গ্রাহকদের এই চার্জগুলি ছাড়াও GST দিতে হবে। ছবি- গেটি
Published at : 30 Jun 2024 01:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
