এক্সপ্লোর
Gold ETF: সোনার গয়নার বদলে কিনতে পারেন Gold ETF, ৫ বছরে কত মুনাফা এসেছে জানেন ?
Gold ETF Return: সোনার গয়না বা সোনার বার-কয়েন ইত্যাদি কেনার বদলে যারা ডিজিটাল গোল্ড কিনতে ভালবাসেন, তাদের কাছে অন্যতম বিকল্প হল গোল্ড ইটিএফ। সোনার দামকেই ট্র্যাক করে এই ইটিএফ।

সোনার বদলে এই ইটিএফ কিনলে হবে বেশি মুনাফা ?
1/10

সোনার গয়না বা সোনার বার-কয়েন ইত্যাদি কেনার বদলে যারা ডিজিটাল গোল্ড কিনতে ভালবাসেন, তাদের কাছে অন্যতম বিকল্প হল গোল্ড ইটিএফ। ছবি- পিটিআই
2/10

সোনার গয়না কিনতে গেলে তা যত্ন করে রাখা এবং তার উপর জিএসটি খরচ, মেকিং চার্জ মিলিয়ে অনেক টাকা অযথা খরচ হয়। ছবি- পিটিআই
3/10

সোনায় বিনিয়োগের আরও অনেক ভাল বিকল্প আছে। এর মধ্যে অন্যতম হল গোল্ড ইটিএফ যা শেয়ারের মত বেচা কেনা করা যায়। ছবি- পিটিআই
4/10

এটি একটি প্যাসিভ ইনভেস্টমেন্ট অপশন যা সোনার দামকে ট্র্যাক করে। একটি গোল্ড ইটিএফ ইউনিট ১ গ্রাম সোনার সমান। ছবি- পিটিআই
5/10

ইটিএফ বিক্রি করলে সোনা পাবেন না, তবে সোনার দামের সমতুল টাকা মুনাফা সহ পাবেন আপনি। ৫ বছরে দারুণ রিটার্ন দিয়েছে এই ৫টি গোল্ড ইটিএফ। ছবি- পিটিআই
6/10

LIC MF Gold ETF-এ বিগত ৫ বছরে বার্ষিক ১২.৩৭ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। কেউ মাসে ১০ হাজার টাকা করে জমালে আজ ৫ বছর পর তিনি পেতেন ৮ লাখ ৪৮ হাজার ২৮৫ টাকা। ছবি- পিটিআই
7/10

Invesco India Gold ETF-এও বার্ষিক ১২.৩১ শতাংশ রিটার্ন এসেছে। একই ১০ হাজারের SIP-তে এই ইটিএফে রিটার্ন পেতেন ৫ বছরে ৮ লাখ ৩৬ হাজার ৮৩৪ টাকা। ছবি- পিটিআই
8/10

Axis Gold ETF কিনলে ৫ বছরে ১০ হাজারের SIP-তে ৬ লাখ টাকা থেকে আপনি রিটার্ন পেতেন ৮ লাখ ৩৩ হাজার ১৫৭ টাকা। ছবি- পিটিআই
9/10

সবশেষে রয়েছে আদিত্য বিড়লা সান লাইফ গোল্ড ইটিএফ। এতে বার্ষিক ১২.১৮ শতাংশ রিটার্ন এসেছে বিগত ৫ বছরে। ৬ লাখ বিনিয়োগে মিলেছে ৮ লাখ ৩২ হাজার ৫৬ টাকা। ছবি- পিটিআই
10/10

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Published at : 28 Aug 2024 05:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
