এক্সপ্লোর
Sandhya Devanathan: দু'দশকেরও বেশি অভিজ্ঞতা, ব্যাঙ্কিং সেক্টরেও দীর্ঘদিনের কর্মজীবন সন্ধ্যা দেবনাথনের
Meta Platforms: ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন সন্ধ্যা দেবনাথন।
ছবি: সন্ধ্যা দেবনাথনের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
1/10

ভারতে তাদের নয়া প্রধানের নাম ঘোষণা করল ফেসবুক বা মেটা। এখন ভারতে মেটার (Meta) প্রধান সন্ধ্যা দেবনাথন (Sandhya Devanathan)। তিনি মেটা ইন্ডিয়া (Meta India)-র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছেন।
2/10

এখন থেকে ভারতে ফেসবুকের ব্যবসা দেখবেন সন্ধ্যা। পাশাপাশি ভারতের প্রথম সারির সংস্থা, ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির মাধ্যমে মেটার আয় বৃদ্ধির বিষয়টিও দেখবেন তিনি। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন তিনি।
Published at : 17 Nov 2022 07:24 PM (IST)
আরও দেখুন






















