এক্সপ্লোর
Sandhya Devanathan: দু'দশকেরও বেশি অভিজ্ঞতা, ব্যাঙ্কিং সেক্টরেও দীর্ঘদিনের কর্মজীবন সন্ধ্যা দেবনাথনের
Meta Platforms: ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন সন্ধ্যা দেবনাথন।
![Meta Platforms: ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন সন্ধ্যা দেবনাথন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/f918f4e2dc5c297b6be55152f8b167361668692895762385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: সন্ধ্যা দেবনাথনের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
1/10
![ভারতে তাদের নয়া প্রধানের নাম ঘোষণা করল ফেসবুক বা মেটা। এখন ভারতে মেটার (Meta) প্রধান সন্ধ্যা দেবনাথন (Sandhya Devanathan)। তিনি মেটা ইন্ডিয়া (Meta India)-র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/cbba29e3c124b77e0de6387e80dba644b6ef0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতে তাদের নয়া প্রধানের নাম ঘোষণা করল ফেসবুক বা মেটা। এখন ভারতে মেটার (Meta) প্রধান সন্ধ্যা দেবনাথন (Sandhya Devanathan)। তিনি মেটা ইন্ডিয়া (Meta India)-র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছেন।
2/10
![এখন থেকে ভারতে ফেসবুকের ব্যবসা দেখবেন সন্ধ্যা। পাশাপাশি ভারতের প্রথম সারির সংস্থা, ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির মাধ্যমে মেটার আয় বৃদ্ধির বিষয়টিও দেখবেন তিনি। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/156005c5baf40ff51a327f1c34f2975bc704f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখন থেকে ভারতে ফেসবুকের ব্যবসা দেখবেন সন্ধ্যা। পাশাপাশি ভারতের প্রথম সারির সংস্থা, ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির মাধ্যমে মেটার আয় বৃদ্ধির বিষয়টিও দেখবেন তিনি। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন তিনি।
3/10
![মেটার এশিয়া প্যাসিফিক রিজিয়নের (APAC)- ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়েরি (Dan Neary)-এর কাছে রিপোর্ট করবেন তিনি। সম্প্রতি অজিত মোহন পদত্যাগ করার পরে তাঁর জায়গায় আনা হয় সন্ধ্যা দেবনাথনকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/18e2999891374a475d0687ca9f989d83c0ba0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেটার এশিয়া প্যাসিফিক রিজিয়নের (APAC)- ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়েরি (Dan Neary)-এর কাছে রিপোর্ট করবেন তিনি। সম্প্রতি অজিত মোহন পদত্যাগ করার পরে তাঁর জায়গায় আনা হয় সন্ধ্যা দেবনাথনকে।
4/10
![সন্ধ্যা দেবনাথন ২০১৬ সালে মেটায় যোগ দেন। সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার ব্যবসার কাজ দেখভাল করতেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই-কমার্স সংক্রান্ত কাজকর্মও দেখভাল করতেন তিনি। ২০২০ সালে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে এশিয়া প্যাসিফিক-এলাকায় গেমিং-টিম কে নেতৃত্ব দেওয়ার জন্য। এটি মেটার অন্যতম বড় ব্যবসা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/032b2cc936860b03048302d991c3498f14ce6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সন্ধ্যা দেবনাথন ২০১৬ সালে মেটায় যোগ দেন। সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার ব্যবসার কাজ দেখভাল করতেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই-কমার্স সংক্রান্ত কাজকর্মও দেখভাল করতেন তিনি। ২০২০ সালে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে এশিয়া প্যাসিফিক-এলাকায় গেমিং-টিম কে নেতৃত্ব দেওয়ার জন্য। এটি মেটার অন্যতম বড় ব্যবসা।
5/10
![মেটার চিফ বিজনেস অফিসার মারনে লেভাইন (Marne Levine) বলেছেন, 'ভারতে আমাদের নতুন নেতা হিসেবে সন্ধ্যাকে স্বাগত জানাচ্ছি। ব্যবসাকে আরও বাড়িয়ে নেওয়ার বিষয়ে সন্ধ্যা আগেই দক্ষতা দেখিয়েছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800eb41a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেটার চিফ বিজনেস অফিসার মারনে লেভাইন (Marne Levine) বলেছেন, 'ভারতে আমাদের নতুন নেতা হিসেবে সন্ধ্যাকে স্বাগত জানাচ্ছি। ব্যবসাকে আরও বাড়িয়ে নেওয়ার বিষয়ে সন্ধ্যা আগেই দক্ষতা দেখিয়েছে।'
6/10
![১৯৯৮ সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন সন্ধ্যা। তারপরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন। পরে ২০১৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি কোর্স করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/d0096ec6c83575373e3a21d129ff8fefa3ac4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৯৮ সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন সন্ধ্যা। তারপরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন। পরে ২০১৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি কোর্স করেন তিনি।
7/10
![দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বহুজাতিক সংস্থায় একাধিক উচ্চপদে ছিলেন তিনি। ব্যাঙ্কিং, পেমেন্টস এবং টেকনোলজি সেক্টরে তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/8cda81fc7ad906927144235dda5fdf1596671.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বহুজাতিক সংস্থায় একাধিক উচ্চপদে ছিলেন তিনি। ব্যাঙ্কিং, পেমেন্টস এবং টেকনোলজি সেক্টরে তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে।
8/10
![বিভিন্ন ব্যবসায়ী সংস্থার উচ্চপদে মহিলাদের উঠে আসার ক্ষেত্রেও কাজ করেন এবং উৎসাহ জোগান তিনি। Meta-তে Women@APAC-এর এক্সিকিউটিভ স্পনসর তিনি। এর আগে তিনি পিপার ফিনান্সিয়াল সার্ভিস গ্রুপের বোর্ড এবং সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের সদস্য ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/ae566253288191ce5d879e51dae1d8c32f75a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিভিন্ন ব্যবসায়ী সংস্থার উচ্চপদে মহিলাদের উঠে আসার ক্ষেত্রেও কাজ করেন এবং উৎসাহ জোগান তিনি। Meta-তে Women@APAC-এর এক্সিকিউটিভ স্পনসর তিনি। এর আগে তিনি পিপার ফিনান্সিয়াল সার্ভিস গ্রুপের বোর্ড এবং সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের সদস্য ছিলেন।
9/10
![সন্ধ্যা দেবনাথন-এর লিঙ্কডিন প্রোফাইল থেকে জানা যাচ্ছে। মেটার আগেও দীর্ঘদিন ধরে একাধিক বহুজাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করেছেন তিনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন উচ্চপদে থেকে কাজ সামলেছেন। তার আগে সিটি ব্যাঙ্কে প্রায় দশ বছর ধরে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/fe5df232cafa4c4e0f1a0294418e5660612de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সন্ধ্যা দেবনাথন-এর লিঙ্কডিন প্রোফাইল থেকে জানা যাচ্ছে। মেটার আগেও দীর্ঘদিন ধরে একাধিক বহুজাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করেছেন তিনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন উচ্চপদে থেকে কাজ সামলেছেন। তার আগে সিটি ব্যাঙ্কে প্রায় দশ বছর ধরে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি।
10/10
![মেটার অধীনেই রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সম্প্রতি ভারতে হোয়াটসঅ্যাপ-এর প্রধান অভিজিৎ বসু এবং ভারতে মেটার পাবলিক পলিসি ডিরেক্টর রাজীব আগরওয়াল পদত্যাগ করেছেন। টুইটারের মতো মেটাতেও সম্প্রতি ছাঁটাইপর্ব ঘটেছে। সব ছবি: সন্ধ্যা দেবনাথনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/799bad5a3b514f096e69bbc4a7896cd9737dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেটার অধীনেই রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সম্প্রতি ভারতে হোয়াটসঅ্যাপ-এর প্রধান অভিজিৎ বসু এবং ভারতে মেটার পাবলিক পলিসি ডিরেক্টর রাজীব আগরওয়াল পদত্যাগ করেছেন। টুইটারের মতো মেটাতেও সম্প্রতি ছাঁটাইপর্ব ঘটেছে। সব ছবি: সন্ধ্যা দেবনাথনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত।
Published at : 17 Nov 2022 07:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)