এক্সপ্লোর
Income Tax Return : সময়ে দাখিল করা হয়নি আয়কর রিটার্ন ? গুণতে হবে কত জরিমানা ? করতে হবে কী ?
আয়কর রিটার্নের ভিত্তিতে দেশে নতুন নজির তৈরি হয়েছে। একলাফে ১৬.১ শতাংশ বেড়ে ২০২৩-'২৪ অর্থবর্ষের জন্য জমা পড়েছে ৬.৭৭ কোটি আয়কর রিটার্ন দাখিল হয়েছে। নসময়ে মিস করেছেন দাখিল করা ? করবেন কী কী ?
Income Tax Return
1/10

আয়কর বিভাগ (Income Tax Department) জানিয়েছে, ভারতে ৬.৭৭ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে চলতি অর্থবর্ষে।
2/10

চলতি বছরে আয়কর রিটার্নের মেয়াদ বাড়ানো হয়নি। সময়সীমা ছিল ৩১ জুলাই পর্যন্ত।
3/10

২০২২-'২৩ অর্থবর্ষে ৫.৮৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছিল। এবারে গত অর্থবর্ষের তুলনাময় ১৬.১ শতাংশ বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে।
4/10

কিন্তু যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি ২০২৩-'২৪ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন, সেক্ষেত্রে কী করতে হবে ? জরিমানাই বা গুণতে হবে কত ?
5/10

ঘাবড়ানোর কিছু নেই। জরিমানা সহ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইটিআর ফাইল দাখিল করা যাবে। কাকে দিতে হবে কত জরিমানা ?
6/10

গত অর্থবর্ষের ভিত্তিতে ইনকাম বা আয় যদি ২.৫ লক্ষ পর্যন্ত হয়, সেক্ষেত্রে করদাতারা কোনও জরিমানা ছাড়াই চলতি বছরের শেষ পর্যন্ত আয়কর জমা করতে পারবেন।
7/10

১ হাজার টাকা জরিমানা সহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে যাঁদের ২০২৩-'২৪ অর্থবর্ষে আয় ২.৫ লক্ষের থেকে বেশি কিন্তু ৫ লক্ষের থেকে কম।
8/10

আর অর্থবর্ষের বিচারে যদি আয় হয় ৫ লক্ষ টাকার বেশি। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা। যে পরিমাণ আগে ছিল ১০ হাজার টাকা।
9/10

আয়কর রিটার্নের শেষ দিনেই (৩১ জুলাই) শুধুমাত্র রিটার্ন দাখিল করেছেন ৬৪.৩৩ লক্ষ মানুষ। সেদিন সন্ধেয় পোর্টাল বন্ধ হওয়ার আগেও কার্যত রেকর্ড ভিড় দেখা গিয়েছিল। সন্ধে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ৪ লক্ষ ৯৬ হাজার ৫৫৯ টি আয়কর রিটার্ন জমা পড়েছে। শেষ ঘণ্টায় প্রত্যেক মিনিটের ভিত্তিতে ৮৬২২ টি ও সেকেন্ড প্রতি ৪৮৬ টি আয়ক রিটার্ন জমা পড়েছে ।
10/10

পাশাপাশি গত আর্থিক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রথমবার রিটার্ন দাখিলকারীদের সংখ্যাও। আয়কর দফতরের তথ্য জানাচ্ছে, ৫৩. ৬৭ লক্ষ নতুন আয়করদাতা সদ্য শেষ হওয়া আর্থিক বছরের জন্য রিটার্ন ফাইল করেছেন।
Published at : 02 Aug 2023 05:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















