এক্সপ্লোর
Keeway India : ইয়েজদি-এনফিল্ডের সঙ্গে হবে পাঞ্জা, বাইক বাজারে ধামাকা করলে কিওয়ে

Keeway Bikes
1/7

দেশের বাজারে একসঙ্গে তিনটি টু-হুইলার মডেল লঞ্চ করল কোম্পানি। বাইকের পাশাপাশি Keeway-র সম্ভারে রয়েছে ম্যাক্সি স্কুটার।
2/7

মঙ্গলবারই কে-লাইট 250 ক্রুজার মোটরসাইকেল, Vieste 300 ম্যাক্সি-স্কুটার ও Sixties 300i স্কুটার লঞ্চ করেছে কোম্পানি৷
3/7

মূলত, এই Keyway-এর মালিক QJ Group। যারা Benelli ব্র্যান্ডেরও মালিক। শোনা যাচ্ছে, দেশের বাজার ধরতে চলতি বছরের শেষে আরও পাঁচটি মডেল লঞ্চ করতে চলেছে এই কোম্পানি৷
4/7

অটো সাইটগুলির মতে, ভারতেই তাদের বাইকগুলো অ্যাসেম্বল করবে কিওয়ে। মঙ্গলবার থেকেই তাদের দু-চাকার বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি।
5/7

আপনি এই বাইক বা স্কুটারগুলি 10,000 টাকায় বুক করতে পারেন। একই সময়ে, এই টু-হুইলার মডেলগুলির টেস্ট ড্রাইভ 26 মে থেকে শুরু হবে।
6/7

বাইক বা স্কুটারের ডেলিভারি মে মাসের শেষ বা জুনের শুরু থেকে শুরু হবে। Keyway এখনও লঞ্চ করা তিনটি টু-হুইলারের দাম প্রকাশ করেনি।
7/7

আগামী সপ্তাহের মধ্যে দাম জানা যাবে এই মডেলগুলির। কিওয়ে কে-লাইট 250VK-Light 250 হল একটি 250cc ক্রুজার মোটরসাইকেল।
Published at : 18 May 2022 02:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
