LIC Policy: এই দুই পলিসি তুলে দিচ্ছে LIC, কীভাবে সারেন্ডার করবেন জানেন ?
By : ABP Ananda | Updated at : 27 May 2024 12:28 PM (IST)
LIC
1/7
LIC নিয়েছে এই পলিসি বন্ধ করার সিদ্ধান্ত। আগামী ২ মাসের মধ্যেই LIC Dhan Vriddhi Plan বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে সারেন্ডার করতে হবে পলিসি।
2/7
LIC দেশের বৃহত্তম বিমা সংস্থা ধন বৃদ্ধি পলিসি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে৷ এটি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং এবং ব্যক্তিগত জীবন বিমা পলিসি ছিল।
3/7
LIC-এর ধন বৃদ্ধি পলিসি প্ল্যান 869, UIN 512N362V02 2 ফেব্রুয়ারি চালু করা হয়েছিল। এটি 1 এপ্রিল, 2024-এ বন্ধ করা হয়। এই পলিসিতে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে 10, 15 এবং 18 বছরের ময়োদে বিনিয়োগ করা যেত।
4/7
পলিসি হোল্ডার তার প্রয়োজন অনুযায়ী পলিসি কেনার পর যখনই চান পলিসি সারেন্ডার করতে পারেন। LIC এটি করার জন্য সারেন্ডার মূল্য বা বিশেষ সারেন্ডার মূল্য দেয়।
5/7
পলিসি হোল্ডারদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ক্লেম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। LIC মেয়াদ শেষে এবং মৃত্যু উভয় দাবির সময়মত নিষ্পত্তির ক্ষেত্রে যাথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
6/7
কোনও পলিসি হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে LIC অফিস থেকে নিম্নলিখিত প্রয়োজনীয় তথ্য চেয়ে থাকে। 1) দাবি ফর্ম A - দাবিকারীর বিবৃতি মৃত এবং দাবিদারের বিবরণ দেয়। 2) ডেথ রেজিস্টার থেকে কী কারণে মৃত্যু সেই বিষয়ে বিবরণ 3) বয়সের প্রমাণ, বয়সের বিষয়ে জানানো থাকলে
7/7
4) মৃত ব্যক্তির সম্পত্তির বিষয় যদি উত্তরাধিকারী না থাকে সেই ক্ষেত্রে পলিসিটি M.W.P এর আইন মেনে কাজ করা হবে 5) মূল পলিসি ডকুমেন্ট