এক্সপ্লোর
LIC Jeevan Labh Policy: দিনে এই টাকা দিলেই পাবেন ১৭ লক্ষ, জানুন এই স্কিমের সুবিধা
LIC-র এই পলিসি সম্পর্কে জানেনি কি ?
1/7

স্বল্প সঞ্চয় থেকেই পেতে পারেন বিরাট অঙ্কের টাকা। দিনে কেবল ২৩৩ টাকা জমিয়ে মেয়াদ শেষে পান ১৭ লক্ষ। এমনই সুযোগ করে দিচ্ছে LIC-র জীবন লাভ স্কিম (LIC Jeevan Labh Policy)। তাই সঞ্চয়ের সঙ্গে সুরক্ষিত ভবিষ্যতের কথা ভাবলে দেখতে পারেন জীবন বিমা নিগমের এই যোজনা।
2/7

LIC Jeevan Labh Policy জীবন লাভ পলিসিতে অল্প প্রিমিয়াম দিয়ে বড় অঙ্ক পাবেন পলিসি হোল্ডার। একটি নির্দিষ্ট মেয়াদ শেষেই বিপুল পরিমাণ টাকা পাবেন গ্রাহক। এটা একটা এনডাওমেন্ট প্ল্যান। সঞ্চয়ের পাশাপাশি সুরক্ষা প্রদান করে এই স্কিম। কোনও কারণে পলিসির মেয়াদ পূরণের আগেই গ্রাহকের মৃত্যু হলে পরিবারকে সাহায্য করবে LIC।
Published at : 23 Nov 2021 04:12 PM (IST)
আরও দেখুন






















