এক্সপ্লোর
Maruti Suzuki Fronx launched: ৭.৪৭ লক্ষ টাকা থেকে দাম শুরু, ফ্রঙ্কসের টপ ভ্যারিয়েন্টের প্রাইস কত ?
Maruti Fronx
1/10

লঞ্চ না হলেও ভারতের রাস্তায় ইতিমধ্য়েই এই গাড়ি দেখা গিয়েছে বহুবার। অটো ব্লগারদের দৌলতে এটি যে মারুতির বড় বাজি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার সেই বহু চর্চিত গাড়ি লঞ্চ হল দেশে। সবথেকে বড় বিষয় আজই এর দাম প্রকাশ্যে এনেছে কোম্পানি।
2/10

বেস সিগমা ভ্যারিয়েন্টের জন্য Fronx-এর দাম রাখা হয়েছে 7.47 লক্ষ টাকা, টপ-স্পেক আলফা টার্বো ভেরিয়েন্টের জন্য 13.14 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ক্রেতাকে। মনে রাখবেন এগুলি সবই ফ্রঙ্কসের এক্স শোরুম প্রাইস। কিছুদিন আগেই দেশে প্রকাশ্য়ে এসেছিল Baleno-ভিত্তিক কুপে ক্রসওভার।
Published at : 24 Apr 2023 09:41 PM (IST)
আরও দেখুন






















