এক্সপ্লোর
Maruti XL6 facelift: এমপিভি মডেলে এসইউভি ডিজাইন, দেখে নিন নতুন কী বদলেছে Maruti XL6 facelift-এ

Maruti XL6 facelift
1/10

মারুতি সুজুকির নতুন XL6-এ দেওয়া হয়েছে এসইউভি ডিজাইন। সঙ্গে এবার আরও বেশি মাইলেজ ক্ষমতা দিচ্ছে কোম্পানি।
2/10

নতুন এমপিভিতে নয়া ইঞ্জিন ছাড়াও একটি নতুন অটোমেটিক গিয়ারবক্স দেওয়া হয়েছে। বদলে দেওয়া হয়েছে গাড়ির অন্দরসজ্জা।
3/10

সামনে নতুন এলইডি রিফ্লেক্টর হেডল্যাম্প রয়েছে (ডিআরএল সহ) যেখানে একটি বড় ক্রোম বার দিয়েছে মারুতি। সঙ্গে রয়েছে চওড়া নতুন গ্রিল, যা গাড়িতে আরও প্রিমিয়াম করে তোলে।
4/10

এরই সঙ্গে দেখতে পাবেন ফাক্স স্কিড প্লেট ও এসইউভি ক্ল্যাডিং। যার দৌলতে এমপিভি হয়েও কিছুটা SUV-র মতো দেখায় গাড়ি। সবথেকে বড় বিষয়, এবারের 16 ইঞ্চির অ্যালয় হুইল, যা গাড়িতে পার্থক্য গড়ে দেয়।
5/10

এই গাড়ির দাম শুরু 11.2 লক্ষ টাকা থেকে। যেখানে টপ-এন্ড মডেলগুলি 14.55 লক্ষ টাকা রাখা হয়েছে। উন্নত বিল্ড কোয়ালিটি এই গাড়িকে আরও আকর্ষণীয় প্যাকেজ করে তুলেছে।
6/10

ডুয়াল টোন শেড থাকলেও, নেক্সা ব্লু রং দারুণ মানিয়েছে গাড়িতে। গাড়ির পেইন্ট ফিনিশ সুন্দর ও বিল্ড কোয়ালিটিও মজবুত করা হয়েছে।
7/10

গাড়ির অন্দরসজ্জায় একটি সম্পূর্ণ কালো থিম রাখা রয়েছে। যা Ertiga থেকে আলাদা করে এই গাড়িকে। তবে নতুন একটি সিলভার ফিনিশ দেওয়া হয়েছে এই এমপিভিতে। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দেয় দরজা বন্ধ করার আওয়াজ।
8/10

আপনি গাড়ির কেবিনে বড় জায়গা চাইলে XL6 ভাল অপশন। এটি 6-সিটার লে-আউটের সঙ্গে ক্যাপ্টেন সিট দেয়। এর আসন বেশ নরম। গাড়ির দ্বিতীয় সারিতে চমৎকার হেডরুম সহ প্রচুর জায়গা ও লেগরুম পাবেন।
9/10

গাড়িতে প্যাডেল শিফটারও অফার করে মারুতি। ইঞ্জিনে কোনও আওয়াজ পাবেন না। এছাড়াও হালকা টাইট স্টিয়ারিং রাস্তায় XL6 চালানো অনেক সহজ করে তোলে। বড় গাড়ি হওয়া সত্ত্বেও 16/17 kmpl মাইলেজ দেয় এই গাড়ি।
10/10

নতুন এই মডেলের সঙ্গে প্রতিযোগিতা হবে কিয়া ক্যারেন্স এমপিভির। যেখানে যাত্রী সুরক্ষার দিক দিয়ে জোর দিয়েছে কিয়া ইন্ডিয়া।
Published at : 26 Apr 2022 03:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
