এক্সপ্লোর
MG Comet EV: ছোট গাড়িতে বড় মজা, শহরের জন্য এই ইভি আনল এমজি মোটরস
MG Comet EV
1/7

আগেই দেখা গিয়েছিল ছবি। এবার ভারতের বাজারে লঞ্চ হল ব্রিটিশ অটোমেকার MG Motors-এর সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি MG Comet EV। শহরে ব্যবহারের জন্য যারা ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে কমেট। এটি MG-এর সহযোগী ব্র্যান্ড Wuling's Air EV-এর উপর ভিত্তি করে তৈরি, যা ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় বিক্রি হচ্ছে।
2/7

গাড়িটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে সেরেনিটি গ্রিন, ফ্লেক্স রেড, বিচ বে ব্লু এবং সানডাউনার অরেঞ্জ। এতে নাইট ক্যাফে, ইয়ুথ, ডে অফ ডেড, স্পেস, ব্লসম, লরেস্তা ও লিট প্যাকের মতো স্টিকার লাগানোর সুবিধা রয়েছে।
Published at : 26 Apr 2023 11:06 PM (IST)
আরও দেখুন




















