এক্সপ্লোর
Muhurat Trading: মুহুরত ট্রেডিংয়ে ধনলক্ষ্মীর বর্ষা, আশীর্বাদ পেতে পৌঁছলেন 'সিঙ্ঘম'
Stock Market: মাত্র এক ঘণ্টায় ০.৮৮ শতাংশের বেশি ওপরে উঠল সেনসেক্স, নিফটি। মুহুরত ট্রেডিংয়ের শেষে সবুজে বন্ধ হল ভারতের শেয়ার বাজার।
Muhurat Trading
1/9

মাত্র এক ঘণ্টায় ০.৮৮ শতাংশের বেশি ওপরে উঠল সেনসেক্স, নিফটি। মুহুরত ট্রেডিংয়ের শেষে সবুজে বন্ধ হল ভারতের শেয়ার বাজার। ধনলক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে শুভ মুহূর্তে এদিন পছন্দের স্টকে বিনিয়োগ করলেন আমানতকারীরা।
2/9

এদিন বাজার শুরু সময় ১ শতাংশের বেশি উঠে গেলেও পরে অনেকটাই নেমে আসে বাজার। তবে কাকতালীয়ভাবে সেনসেক্স, নিফটি দুটোই ০.৮৮ শতাংশ বেড়ে বন্ধ হয়।
Published at : 24 Oct 2022 08:36 PM (IST)
আরও দেখুন






















