এক্সপ্লোর
Multibagger Stock: এই ৭ FMCG স্টকে এক বছরেই দ্বিগুণ হয়েছে বিনিয়োগ, ছাপিয়ে গিয়েছে সূচককেও
FMCG Stocks: ১ বছরে সেনসেক্স যেখানে ২৩.১১ শতাংশ বেড়েছে সেখানে বেশ কিছু এফএমসিজি স্টকে রিটার্ন এসেছে প্রায় ১০০ শতাংশের কাছাকাছি। সেনসেক্সকে ছাপিয়ে গিয়েছে এইসব স্টকের রিটার্ন।
এই সব শেয়ারে বিপুল মুনাফা এসেছে এক বছরেই
1/10

গত বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এই প্রথমবার ৮২ হাজারের সীমা পার করেছে। এমনকী নতুন রেকর্ড উচ্চতা তৈরি করেছে। ছবি- ফ্রিপিক
2/10

আর এই সময়ের মধ্যে সেনসেক্সের বেশ কিছু স্টক মূলত এফএমসিজি সেক্টরের স্টকে এর থেকেও বেশি রিটার্ন দিয়েছে। ছবি- ফ্রিপিক
3/10

১ বছরে সেনসেক্স যেখানে ২৩.১১ শতাংশ বেড়েছে সেখানে এই সব এফএমসিজি স্টকে রিটার্ন এসেছে প্রায় ১০০ শতাংশের কাছাকাছি। ছবি- ফ্রিপিক
4/10

Gillete-এর স্টকে গত ১ বছরে রিটার্ন এসেছে ৩৯.৬ শতাংশ যা কিনা সেনসেক্সের রিটার্নকেও ছাপিয়ে গিয়েছে। ছবি- ফ্রিপিক
5/10

Godrej Consumer-এর স্টকে বিনিয়োগকারীরা এক বছরেই ৪৩.৮ শতাংশ রিটার্ন পেয়েছেন। যদিও শুক্রবার ১ শতাংশ পতন এসেছে। ছবি- ফ্রিপিক
6/10

Zudus Wellness সংস্থার শেয়ার থেকে এক বছরেই ৫২.৮ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। ছবি- ফ্রিপিক
7/10

মাজন প্রস্তুতকারী সংস্থা কোলগেট পালমোলিভের শেয়ারে ১ বছরে দিয়েছে ৬৭.৭ শতাংশ রিটার্ন। পকেট ভরেছে মুনাফায়। ছবি- ফ্রিপিক
8/10

শুক্রবার ইমামি সংস্থার শেয়ার ৭৭৭ টাকায় বন্ধ হয়। এক বছরে এই শেয়ারের দাম বেড়েছে ৬৮.৬ শতাংশ। ছবি- ফ্রিপিক
9/10

জ্যোতি ল্যাবের শেয়ারে ৭০ শতাংশ এবং সবশেষে বরুণ বেভারেজের শেয়ার থেকে এক বছরে ৯৬.৪ শতাংশ মুনাফা এসেছে। ছবি- ফ্রিপিক
10/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 04 Aug 2024 11:25 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















