PAN Aadhaar Link: প্যানের সঙ্গে আধার জুড়েছেন ! বুঝবেন কীভাবে ?
By : ABP Ananda | Updated at : 22 Mar 2023 12:10 AM (IST)
Pan Card
1/10
আধারের সঙ্গে PAN লিঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে । এই দুটি কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে KYC-এর জন্য গুরুত্বপূর্ণ। এগুলি লিঙ্ক করা থাকলে আপনার আয়কর রিটার্ন দাখিল করা অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, আধার - প্যান লিঙ্কের সময়সীমা অনেকবার বাড়ানো হয়েছে। এবার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৩।
2/10
আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করা আছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন? 1: www.incometax.gov.in/iec/foportal/ এ সাইন ইন না করেই প্যান-আধার লিঙ্কের স্থিতি দেখুন
3/10
2: ই-ফাইলিং পোর্টাল হোমপেজে, 'Quick Links'-এ যান ও লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন
4/10
3: আপনার PAN ও আধার নম্বর লিখুন ও আধার স্থিতি দেখতে লিঙ্কে ক্লিক করুন। এখানে যাচাইকরণ সম্পূর্ণ হলে আপনার লিঙ্ক আধার স্ট্যাটাস সম্পর্কিত একটি বার্তা ডিসপ্লেতে দেখতে পারবেন।
5/10
যদি আধার-প্যান লিঙ্কের কাজ চলে তাহলে নিচের বার্তাটি স্ক্রিনে দেখতে পারবেন; যেখানে লেখা থাকবে -- আপনার আধার-প্যান লিঙ্ক করার অনুরোধটি বৈধতার জন্য UIDAI-তে পাঠানো হয়েছে। হোম পেজে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ লিঙ্কে ক্লিক করে পরে স্ট্যাটাস চেক করুন
6/10
যদি আধার প্যান লিঙ্কিং সফল হয়, তাহলে এটি নিম্নলিখিত বার্তাটি দেখতে পারবেন আপনার PAN আধারের সঙ্গে লিঙ্ক করা আছে
7/10
লগইনের পর কীভাবে প্যান-আধার লিঙ্কের স্ট্যাটাস দেখবেন ? 1a: ই-ফাইলিং পোর্টাল হোমপেজে লগইন করার পর, আপনার ড্যাশবোর্ডে যান ও লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন। 1b:আপনি চাইলে My Profile > Link Aadhaar Status যেতে পারেন।
8/10
প্যান আধার লিঙ্কের জন্য ফি এই ক্ষেত্রে প্যান ও আধার লিঙ্কের ৩০ জুন ২০২২ পর্যন্ত নির্ধারিত ফি ছিল ৫০০ টাকা । ১ জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এই লিঙ্ক করতে ১০০০ টাকা নেওয়া হচ্ছে যা ই-ফাইলিং পোর্টালে আধার-প্যান লিঙ্কেজ অনুরোধ জমা দেওয়ার আগে প্রযোজ্য হবে।
9/10
PAN Aadhaar Linking: সরকারের এতে কী সুবিধা ১ আধার চালু হওয়ার সঙ্গে সঙ্গে লেনদেন ট্র্যাক করা আরও সহজ ও কার্যকর হবে। আধার-ভিত্তিক যাচাইকরণ এখন একটি মডেল হয়ে উঠেছে।
10/10
২ এটি কর ফাঁকিদাতাদের ট্র্যাক করার জন্যও কার্যকর। আধার-প্যান লিঙ্ক করা একজন ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকার সমস্যার সমাধান করেছে। যার ফলে প্রতারণামূলক কার্যকলাপের সম্ভাবনা হ্রাস হয়েছে।