এক্সপ্লোর
Aadhaar Update: আধার কার্ড ছাড়া পাওয়া যাবে না এই সুবিধাগুলি
Aadhaar Card
1/11

নাগরিকের বৈধ পরিচয়পত্র হওয়ায় আধার (Aadhar Card) ছাড়া এগোয় না সরকারি কাজ। গাড়ির লোন থেকে পেনশন স্কিমে টাকা রাখতে গেলেও আজকাল আবশ্যিক আধারের নথি। দেশের বাস্তব পরস্থিতি বলছে, আধার কার্ড (Aadhar Card) ছাড়া সম্ভব নয় এই ১০টা কাজ।
2/11

১ সবকিছুতেই প্রামাণ্য পরিচয়পত্র দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।
Published at : 26 Mar 2023 05:13 PM (IST)
আরও দেখুন






















