এক্সপ্লোর
Investment Tips: ৩১ মার্চের মধ্যে করুন এই কাজ, তবেই পাবেন আর্থিক সুফল
Money
1/10

Tax Saving Schemes: ভুলে গেলে দেরি করবেন না। অবিলম্বে টাকা জমা দিন এই অ্যাকাউন্টগুলিতে। তবেই বছরের শেষে পাবেন আয়কর ছাড়ের সুযোগ। দেখে নিন, আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) ও সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-র কী অবস্থা।
2/10

নিয়ম অনুসারে PPF, NPS, SSY-স্কিমে ন্যূনতম টাকার পরিমাণ না রাখলে ফ্রিজ বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্টগুলি চালু করতে গ্রাহককে দিতে হবে জরিমানা। আগেভাগেই জেনে নিন এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম টাকা রাখার পরিমাণ ও জরিমানা সম্পর্কে।
Published at : 30 Mar 2022 01:36 AM (IST)
আরও দেখুন





















