Investment Tips: ৩১ মার্চের মধ্যে করুন এই কাজ, তবেই পাবেন আর্থিক সুফল
By : abp ananda | Updated at : 30 Mar 2022 01:36 AM (IST)
Money
1/10
Tax Saving Schemes: ভুলে গেলে দেরি করবেন না। অবিলম্বে টাকা জমা দিন এই অ্যাকাউন্টগুলিতে। তবেই বছরের শেষে পাবেন আয়কর ছাড়ের সুযোগ। দেখে নিন, আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) ও সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-র কী অবস্থা।
2/10
নিয়ম অনুসারে PPF, NPS, SSY-স্কিমে ন্যূনতম টাকার পরিমাণ না রাখলে ফ্রিজ বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্টগুলি চালু করতে গ্রাহককে দিতে হবে জরিমানা। আগেভাগেই জেনে নিন এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম টাকা রাখার পরিমাণ ও জরিমানা সম্পর্কে।
3/10
আপনি ৩১ মার্চের মধ্যে PPF-এ ন্যূনতম ৫০০ টাকা দিতে ব্যর্থ হলে আপনাকে ৫০ টাকা জরিমানা দিতে হবে। যদি কোনও অর্থবর্ষে এই ন্যূনতম অবদান না জমা হয়, তাহলে পিপিএফ (PPF) অ্যাকাউন্টটি বন্ধ হিসাবে বিবেচিত হবে।
4/10
সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া পিপিএফ অ্যাকাউন্ট থেকে আপনি লোন পাওয়ার বা আংশিক টাকা তোলার সুবিধা পাবেন না। অ্যাকাউন্ট ফের চালু হলেই পাবেন সেই সুযোগ।
5/10
মনে রাখতে হবে, মোয়দ শেষে এই অ্যাকাউন্ট চালু করা যায় না ও ম্যাচুরিটির আগে এটি বন্ধ করা যায় না। পিপিএফ (PPF)গ্রাহক ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পরেই অ্যাকাউন্টের অর্থ ফেরত পাবেন।
6/10
NPS টিয়ার I অ্যাকাউন্টগুলির জন্য প্রতি আর্থিক বছরে ন্যূনতম ১০০০ টাকা অ্যাকাউন্টে জমা করতে হয়। এই টাকা জমার কোনও উচ্চ সীমা নেই। টিয়ার II অ্যাকাউন্টগুলির জন্য কোনও ন্যূনতম বাধ্যতামূলক টাকা জমার সীমা নেই। তবে একবার বছরে ন্যূনতম টাকা জমা না প়ড়লে আপনার টিয়ার ১ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে।
7/10
যে অ্যাকাউন্টহোল্ডাররা অনলাইনে লেনদেন করেন, তারা ১০০ টাকা জরিমানা দিয়ে ফের এই অ্যাকাউন্ট চালু করতে পারেন। অফলাইন অ্যাকাউন্ট হোল্ডারদের এই অ্যাকাউন্ট National Pension Scheme (NPS) ফের চালু করতে তাদের পয়েন্ট-অফ-প্রেজেন্সে (POP) লিখতে হবে।
8/10
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সক্রিয় রাখতে একটি আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হয়। যদি আর্থিক বছরে ন্যূনতম আমানত জমা না করা হয়, তবে এটি বন্ধ অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত হবে।
9/10
SSY অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর এই অ্যাকাউন্টের Sukanya Samriddhi Yojana (SSY) মেয়াদকালের মধ্যে ফ্রিজ অ্যাকাউন্ট ফের চালু করা যায়।
10/10
অ্যাকাউন্টটি নিয়মিত করার জন্য, আপনাকে ন্যূনতম ২৫০ টাকা দিতে হবে। সঙ্গে প্রতি বছরের জন্য ৫০ টাকা করে জরিমানা দিতে হবে।