এক্সপ্লোর
PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার পরবর্তী কিস্তি পাবেন কবে ? এই কাজ না করলে আটকে যাবে টাকা
PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ নিধির পরবর্তী টাকা পাবেন কবে ? শোনা যাচ্ছে সামনের এই মাসে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে।
প্রধানমন্ত্রী কিষাণ নিধির পরবর্তী টাকা পাবেন কবে ?
1/8

ভারত সরকার দেশের নাগরিকদের জন্য অনেক পরিকল্পনা চালায়। ভারত একটি কৃষিপ্রধান দেশ। তাই মোদি সরকার বিশেষ করে কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে স্কিম চালায়।
2/8

কেন্দ্রীয় সরকারের এমন অনেক পরিকল্পনা রয়েছে যেখান থেকে কৃষকরা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন। এর মধ্যে এমন একটি প্রকল্প আছে যা সরাসরি আর্থিক সুবিধা দিয়ে থাকে।
3/8

2018 সালে ভারত সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক 6000 টাকা দেওয়া হয়। তিনটি কিস্তিতে দেওয়াহ য় এই টাকা।
4/8

এই পরিমাণ 4 মাসের ব্যবধানে কৃষকদের দেওয়া হয়। এই অর্থ সরাসরি DBT অর্থাৎ ডিরেক্ট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। মাঝে কোনও ব্যক্তি বা সত্তা থাকেন না।
5/8

এখনও পর্যন্ত, ভারত সরকার এই স্কিমের 17 টি কিস্তি দিয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে এরকম একটি কিস্তির টাকা দেন। এখন কৃষকরা প্রকল্পের পরবর্তী অর্থাৎ ১৮তম কিস্তির জন্য অপেক্ষা করছেন।
6/8

image 11
7/8

কিষাণ যোজনার 18তম কিস্তি ভারত সরকার অক্টোবর মাসে দিতে পারে। তবে কিস্তি পাওয়ার আগে কৃষকদের কিছু কাজ করতে হবে। অন্যথায় তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে।
8/8

সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কৃষকদের এই বিষয়ে জানানো হয়েছে। এই প্রকল্পের জন্য, সুবিধাভোগী কৃষকদের ইকেওয়াইসি এবং জমি যাচাই করা প্রয়োজন। যেসব কৃষক এখনও পর্যন্ত এসব কাজ করেননি তাদের পরবর্তী কিস্তি আটকে যেতে পারে।
Published at : 12 Jul 2024 12:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















