এক্সপ্লোর
Subhadra Yojana: মহিলাদের জন্য এল সুভদ্রা যোজনা, কত টাকা পাবেন আপনি ?
Subhadra Yojana : আবেদনকারীদের অবশ্যই ওডিশার স্থানীয় বাসিন্দা হতে হবে। বয়স 21 থেকে 60 বছরের মধ্যে এবং স্কিমের জন্য যোগ্য হওয়ার জন্য নির্দিষ্ট আয়ের মানদণ্ড পূরণ করতে হবে।
ওড়িশায় সুভদ্রা যোজনার শুরু করলেন প্রধানমন্ত্রী।
1/7

সুভদ্রা যোজনা হল ওড়িশার মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প, যা মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সামগ্রিক মঙ্গল কামনায় দিচ্ছে সরকার। এই উদ্যোগটি 2028-2029 সাল পর্যন্ত পাঁচ বছরের মধ্যে রাজ্যের এক কোটিরও বেশি মহিলাকে প্রতি বছর 10,000 টাকা দেবে।
2/7

ভগবান জগন্নাথের ছোট বোন দেবী সুভদ্রার নামে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে। জগন্নাথের এই রাজ্যে 90 শতাংশ হিন্দু রয়েছে। প্রতি বছর রাখি পূর্ণিমা (রক্ষা বন্ধন, যা সাধারণত আগস্ট মাসে পড়ে) এবং আন্তর্জাতিক নারী দিবসে (8 মার্চ) প্রতিটি 5,000 টাকার দুটি কিস্তি দেওয়া হবে।
Published at : 17 Sep 2024 07:03 PM (IST)
আরও দেখুন






















