এক্সপ্লোর
মাসে আসবে ৫০০০ টাকা, পোস্ট অফিসের এই স্কিম দেবে সুরক্ষিত ভবিষ্যৎ
Money
1/8

নিশ্চিত সুদের পাশাপাশি থাকছে সরকারি প্রতিষ্ঠানের সুরক্ষা। তাই কোনও জায়গায় বিনিয়োগ(Investment planning)করার আগে ভাবতেই পারেন পোস্ট অফিসের(Post Office) রেগুলার ইনকাম স্কিম। আমনতকারীদের নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি দেয় এই সেভিংস স্কিমগুলি।
2/8

পোস্ট অফিসের সেভিংস স্কিম( Post Office Saving Schemes) গ্যারান্টেড রিটার্ন দেয় পোস্ট অফিস। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় টাকা নিয়ে প্রতারণার ভয় থাকে না। তাই বিশ্বাস করে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে Monthly Income Scheme (MIS)-এ বিনিয়োগ করেন বহু আমানতকারী। কোনও ভারতীয় নাগরিক চাইলেই মাসিক ইনকাম স্কিমে ইনভেস্ট করতে পারেন। যা থেকে আপনার মাসে নিশ্চিত ৪৯৫০ টাকা আসবে। ইচ্ছে অনুযায়ী সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি।
Published at : 19 Nov 2021 03:56 PM (IST)
আরও দেখুন






















