এক্সপ্লোর
Small Savings Scheme: মাসে মাসে সুদের পাশাপাশি দারুণ রিটার্ণ, আপনি পাবেন ৭.৪ শতাংশ সুদ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/d508dd42249c0a7a45e716893e280c5e1681482561538394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
money
1/9
![নিরাপদ ভবিষ্যতের পাশাপাশি এই সরকারি আর্থিক প্রকল্প দেবে ভাল রিটার্ন। নতুন করে সুদেরহার বৃদ্ধির পর ৭.৪ শতাংশ সুদ পাবেন এই প্রকল্পে। জেনে নিন, এর বৈশিষ্ট্য ও সুবিধা।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
নিরাপদ ভবিষ্যতের পাশাপাশি এই সরকারি আর্থিক প্রকল্প দেবে ভাল রিটার্ন। নতুন করে সুদেরহার বৃদ্ধির পর ৭.৪ শতাংশ সুদ পাবেন এই প্রকল্পে। জেনে নিন, এর বৈশিষ্ট্য ও সুবিধা।
2/9
![জনগণকে অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করতে ও তাদের একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প দিতে বেশ কয়েকটি সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে সরকার। ভারত সরকারের দেওয়া কিছু জনপ্রিয় সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশ পাত্র (KVP)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/e95627dedf7316eb4beb685fc54e9cfdf7ede.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জনগণকে অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করতে ও তাদের একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প দিতে বেশ কয়েকটি সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে সরকার। ভারত সরকারের দেওয়া কিছু জনপ্রিয় সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশ পাত্র (KVP)।
3/9
![ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিম অ্যাকাউন্ট হল ভারতে এমনই একটি সরকার-সমর্থিত সঞ্চয় প্রকল্প যা বিনিয়োগকারীদের একটি নির্দিষ্ট মাসিক আয় দিয়ে থাকে। এটি পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন বিনিয়োগকারীরা। সারা দেশে সব পোস্ট অফিসে পাওয়া যায় এই প্রকল্প।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিম অ্যাকাউন্ট হল ভারতে এমনই একটি সরকার-সমর্থিত সঞ্চয় প্রকল্প যা বিনিয়োগকারীদের একটি নির্দিষ্ট মাসিক আয় দিয়ে থাকে। এটি পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন বিনিয়োগকারীরা। সারা দেশে সব পোস্ট অফিসে পাওয়া যায় এই প্রকল্প।
4/9
![পোস্ট অফিস মাসিক আয় স্কিম অ্যাকাউন্ট পোস্ট অফিসের অফার করা একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। এটি একটি স্বল্প-ঝুঁকির সঞ্চয় প্রকল্প যা সুদের একটি নির্দিষ্ট হার অফার করে ও বিনিয়োগকারীদের আয়ের একটি নিয়মিত উৎস প্রদান করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/248cb8960c58ebd8ce169344bcaa142f23751.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পোস্ট অফিস মাসিক আয় স্কিম অ্যাকাউন্ট পোস্ট অফিসের অফার করা একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। এটি একটি স্বল্প-ঝুঁকির সঞ্চয় প্রকল্প যা সুদের একটি নির্দিষ্ট হার অফার করে ও বিনিয়োগকারীদের আয়ের একটি নিয়মিত উৎস প্রদান করে।
5/9
![এখানে ন্যূনতম ১০০০টাকা বা এর গুণিতকে বিনিয়োগ করা যায়। এখানে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। একজন আমানতকারী এই স্কিমের অধীনে একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন। একজন অভিভাবকও একজন নাবালকের পক্ষে এখানে একটি অ্যাকাউন্ট খোলা সম্ভব।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এখানে ন্যূনতম ১০০০টাকা বা এর গুণিতকে বিনিয়োগ করা যায়। এখানে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। একজন আমানতকারী এই স্কিমের অধীনে একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন। একজন অভিভাবকও একজন নাবালকের পক্ষে এখানে একটি অ্যাকাউন্ট খোলা সম্ভব।
6/9
![আমানতের ২ শতাংশ কেটে নেওয়ার পরে অ্যাকাউন্টটি এক বছরের আগে কিন্তু তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগে বন্ধ করা যেতে পারে। যদি অ্যাকাউন্টটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বন্ধ হয়ে যায় তবে জমার ১ কেটে নেওয়া হবে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
আমানতের ২ শতাংশ কেটে নেওয়ার পরে অ্যাকাউন্টটি এক বছরের আগে কিন্তু তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগে বন্ধ করা যেতে পারে। যদি অ্যাকাউন্টটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বন্ধ হয়ে যায় তবে জমার ১ কেটে নেওয়া হবে।
7/9
![সংশ্লিষ্ট পোস্ট অফিসে একটি পাস বই সহ একটি নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে খোলার তারিখ থেকে ৫ বছরের মেয়াদ শেষ হলে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/c9cd93d9322c70ddcc435e3355c058eed2f94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সংশ্লিষ্ট পোস্ট অফিসে একটি পাস বই সহ একটি নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে খোলার তারিখ থেকে ৫ বছরের মেয়াদ শেষ হলে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।
8/9
![যদি অ্যাকাউন্টধারীর মেয়াদপূর্তির আগে মৃত্যু হয়, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে অর্থ নমিনি/আইনগত উত্তরাধিকারীদের কাছে ফেরত দেওয়া হবে। পূর্ববর্তী মাস পর্যন্ত সুদ প্রদান করা হবে, যাতে ফেরত দেওয়া হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/69f4e739652578528da4346831ebb9bc32b24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যদি অ্যাকাউন্টধারীর মেয়াদপূর্তির আগে মৃত্যু হয়, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে অর্থ নমিনি/আইনগত উত্তরাধিকারীদের কাছে ফেরত দেওয়া হবে। পূর্ববর্তী মাস পর্যন্ত সুদ প্রদান করা হবে, যাতে ফেরত দেওয়া হয়।
9/9
![যদি অ্যাকাউন্টধারীর মেয়াদপূর্তির আগে মৃত্যু হয়, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে অর্থ নমিনি/আইনগত উত্তরাধিকারীদের কাছে ফেরত দেওয়া হবে। পূর্ববর্তী মাস পর্যন্ত সুদ প্রদান করা হবে, যাতে ফেরত দেওয়া হয়।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
যদি অ্যাকাউন্টধারীর মেয়াদপূর্তির আগে মৃত্যু হয়, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে অর্থ নমিনি/আইনগত উত্তরাধিকারীদের কাছে ফেরত দেওয়া হবে। পূর্ববর্তী মাস পর্যন্ত সুদ প্রদান করা হবে, যাতে ফেরত দেওয়া হয়।
Published at : 14 Apr 2023 08:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)