এক্সপ্লোর
Small Savings Scheme: মাসে মাসে সুদের পাশাপাশি দারুণ রিটার্ণ, আপনি পাবেন ৭.৪ শতাংশ সুদ
money
1/9

নিরাপদ ভবিষ্যতের পাশাপাশি এই সরকারি আর্থিক প্রকল্প দেবে ভাল রিটার্ন। নতুন করে সুদেরহার বৃদ্ধির পর ৭.৪ শতাংশ সুদ পাবেন এই প্রকল্পে। জেনে নিন, এর বৈশিষ্ট্য ও সুবিধা।
2/9

জনগণকে অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করতে ও তাদের একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প দিতে বেশ কয়েকটি সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে সরকার। ভারত সরকারের দেওয়া কিছু জনপ্রিয় সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশ পাত্র (KVP)।
Published at : 14 Apr 2023 08:02 PM (IST)
আরও দেখুন






















