এক্সপ্লোর
Post Office Scheme: ১২০ মাসের পরিবর্তে এবার টাকা দ্বিগুণ হবে ১১৫ মাসে, পোস্ট অফিসের দারুণ স্কিম
Post Office
1/10

বাজারে অনেক বিনিয়োগের বিকল্প থাকলেও আজও দেশের একটা বড় অংশ ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসি স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। পোস্ট অফিসে এমন একটি বিনিয়োগের প্রকল্প রয়েছে যেখানে টাকা জমিয়ে দ্রুত আপনি অর্থ দ্বিগুণ করতে পারবেন।
2/10

এই প্রকল্পের নাম কিষাণ বিকাশ পত্র। ১ এপ্রিল, ২০২৩ থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে উপলব্ধ সুদের হার ৭.২ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করেছে। সুদের হার বৃদ্ধির পরে এখন এই প্রকল্পের অধীনে জমা অর্থ শীঘ্রই দ্বিগুণ হবে।
Published at : 29 May 2023 06:27 AM (IST)
আরও দেখুন






















