এক্সপ্লোর
Rahul Gandhi Stock: রাহুল গাঁধীর এই শেয়ার বেড়েছে ২০ গুণ , আপনার কাছে আছে স্টক ?
Stocks To Buy: বিরোধী দলনেতার (Rahul Gandhi) গুরুত্বপূর্ণ পদ সামলানোর সঙ্গে সঙ্গে বেছেছেন ভাল স্টক Best (Stocks To Buy)। সম্প্রতি যার ফল পেয়েছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গাঁধী।
Rahul Gandhi
1/9

আপনার -আমার মতো ভারতের শেয়ার বাজারে আস্থা রাখেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। তিনিও নিয়মিত শেয়ার বাজারে বিনিয়োগ করেন। তার পোর্টফোলিওতে অনেক কোম্পানির স্টক রয়েছে। সম্প্রতি তার পোর্টফোলিওর একটি শেয়ার ভার্টোজ অ্যাডভারটাইজিং ভাল পারফর্ম করেছে। শুক্রবার কোম্পানির শেয়ারের দর পাঁচ শতাংশ বেড়ে আপার সার্কিট হিট করেছিল।
2/9

রাহুলের এই পছন্দের কোম্পানির নাম Vertos Advertising। এটি একটি ডিজিটাল কোম্পানি। শুক্রবার, 5 জুলাই এর মার্কেট ক্যাপ ছিল 153.63 কোটি টাকা। রাহুল গাঁধীর কাছে এই কোম্পানির 260টি শেয়ার ছিল, যা স্টক স্প্লিট হওয়ার পরে 2600 হয়ে যায়। এখানেই শেষ নয়, বোনাসের পরে এই সংখ্যাটা 5200 শেয়ারে পৌঁছে যায়। স্টকের এই স্প্লিটের কারণে বিপুল লাভের মুখ দেখেছেন কংগ্রেস নেতা।
Published at : 08 Jul 2024 06:44 PM (IST)
আরও দেখুন






















