এক্সপ্লোর
SBI Customer Alert: গ্রাহক ঠকাতে নতুন ফাঁদ, এই কল থেকে সতর্ক থাকুন
SBI Alert ! টাকা হাতাতে নতুন ফাঁদ, সতর্ক করছে স্টেট ব্যাঙ্ক।
1/6

গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতে নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। এক ফোনেই হাপিস হতে পারে আপনার টাকা। তাই আগেভাগেই ভুয়ো ফোন থেকে সতর্ক হোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই বার্তা দিয়েছে SBI।
2/6

এবার নতুন কী ফাঁদ ? নতুনভাবে গ্রাহকদের ফাঁদে ফেলতে এখন ভিন্ন পথে হাঁটছে জালিয়াতরা। SBI থেকে কল করছি বলে গ্রাহকদের প্রথমে আশ্বস্ত করে ভুয়ো টেলি কলাররা।পরে অ্যাকাউন্ট ব্লক হয়েছে বলে ভয় দেখানো হয় কাস্টমারদের। একবার ব্লক খুলতে গ্রাহকের থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) জানতে চায় জালিয়াতরা। একবার সেই ওটিপি দিলেই আপনার অ্যাকাউন্টের হদিশ পেতে সমস্যা হবে না তাদের। তাই এই ধরনের কল থেকে কাস্টমারদের সতর্ক থাকতে বলেছে স্টেট ব্যাঙ্ক। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই সতর্কবার্তা।
Published at : 25 Nov 2021 03:52 PM (IST)
আরও দেখুন




















