এক্সপ্লোর
Share Market Update: ১৫,৫০০-তে নামতে পারে সূচক ! আশঙ্কার মধ্যেও আশা দেখছেন এরা
sensex
1/6

রাশিয়া-ইউক্রেনের সংঘাতের জেরে রক্তাক্ত হল ভারতের বাজার। সবথেকে চিন্তার বিষয়, ১৬,৮০০-র মজবুত সাপোর্ট ভেঙে ফেলেছে নিফটি। যার জেরে বৃহস্পতিবার বেশিরভাগ স্টকে ৫-৮ শতাংশ নিচে নেমেছে।
2/6

Share Market Today: বৃহস্পতিবার বাজার খোলেই লাল সূচকে। মাঝে মধ্যে বুলসরা বাজার তোলার চেষ্টা করলেও সফল হয়নি। যার জেরে ভয়ঙ্কর পতনের সাক্ষী থেকেছে বাজার। দিনের শেষে নিফটি ৪.৭৮ শতাংশ কমে ১৬,২৪৭.৯৫-এ বন্ধ হয়েছে। একই অবস্থা সেনসেক্সের। ৫৪,৫২৯.৯১ তে থেমেছে সেনসেক্স। এই ক্ষেত্রে ৪.৭২ শতাংশ তলানিতে নেমেছে সেনসেক্সের বম্ব স্টক এক্সচেঞ্জের সূচক।
Published at : 25 Feb 2022 05:30 AM (IST)
আরও দেখুন






















