এক্সপ্লোর
Share Market Tips: ঝুঁকির এই শেয়ার দেয় দারুণ রিটার্ন, জানেন কী এই পেনি স্টকস ?
Share Market Tips: একদিনে ভাগ্য বদলে দিতে পারে এই স্টক।
1/7

Penny Stocks: আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান, তাহলে আপনার পেনি স্টক সম্পর্কে তথ্য জানা উচিত। এই স্টকগুলিতে বিপুল রিটার্নের সম্ভাবনা থাকে। তবে লাভের পাশাপাশি অনেক ঝুঁকিও থাকে এই স্টকে। জেনে নিন পেনি স্টকের খুঁটিনাটি।
2/7

Penny Stocks: পেনি স্টক কী? যে সব শেয়ারের দাম খুবই কম তাদের পেনি স্টক(Penny Stocks)বলে।১০ টাকার নিচের শেয়ারকে সাধারণত পেনি স্টক (Penny Stocks)বলা হয়।তাদের বাজার মূলধনও অনেক কম হয়।বেশিরভাগ এক্সচেঞ্জে এগুলি non-liquid স্টক হিসাবে থাকে।পেনি স্টকগুলি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেরকম কারও রিসার্চ থাকে না। বেশিরভাগ বিনিয়োগকারীই এই পেনি স্টকের বিষয়ে সচেতন নন।
Published at : 26 Nov 2021 02:01 AM (IST)
আরও দেখুন






















