এক্সপ্লোর
Share Market: এই পাঁচ স্টকে ভরসা রাখলে পেতে পারেন ২৫ শতাংশ রিটার্ন
Share Market
1/10

বিশ্ববাজারের অর্থনীতির প্রভাব পড়েনি সেভাবে। জুলাইতে দারুণ গতি ধরেছে ভারতের শেয়ার বাজার (Share Market)। সব সেক্টরেই দেখা গিয়েছে বাউন্স ব্যাক। চলতি মাসে কিছু নির্দিষ্ট স্টকে 'বাই অন ডিপস' করলেই পেতে পারেন সুফল। অন্তত তেমনই বলছে অ্যাক্সিস সিকিউরিটিজ।
2/10

ব্রোকারেজ সংস্থার তরফে বলা হয়েছে,চলতি মাসে কিছু লার্জ ক্যাপ বা স্টেবল কোম্পানিতে বিনিয়োগ করলে লাভ পেতে পারেন আমানতকারীরা। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের সাপোর্ট দেখে 'বাই অন ডিপস'-এর পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে ইনভেস্টারদের 12-18 মাসের হোল্ডের কথা ভেবেই বিনিয়োগ করা উচিত। যা আপনাকে বছরেরে শেষে ২৫ শতাংশ মুনাফা দিতে পারে।
Published at : 05 Aug 2023 02:51 PM (IST)
আরও দেখুন






















