সরকার স্বল্প সঞ্চয়ের এই স্কিমে বাড়াল সুদের হার, কত বেশি পাবেন হাতে ?
By : ABP Ananda | Updated at : 29 Dec 2023 07:30 PM (IST)
piggy bank
1/9
Investment : স্বল্প সঞ্চয়ে (Small Savings Schemes) ফের সুদের হার বৃদ্ধি করল সরকার। শুক্রবার 3 বছরের টাইম ডিপোজিটে (Post Office Time Deposit) এই হার বৃদ্ধি করা হয়েছে। বাকি সরকারি স্বল্প সঞ্চয়ে প্রকল্পে সুদের হার (Interest Rates) অপরিবর্তিত রাখা হয়েছে।
2/9
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, পিপিএফ-এ (PPF) সুদের হার 7.1 শতাংশ, NSC-তে 7.7 শতাংশ এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2 শতাংশে একই রাখা হয়েছে।
3/9
অর্থ মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে বলেছে, "বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার 2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের জন্য 1 জানুয়ারি, 2024 থেকে শুরু করে এবং 31 শে মার্চের জন্য সংশোধন করা হয়েছে।"
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) Domestic Systemically Important Banks 2022 নামে একটি তালিকা প্রকাশ করেছে ৷ অর্থাৎ, দেশীয় ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলি৷ তালিকায় রয়েছে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির নাম।
8/9
RBI ঘোষিত সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকায় একটি সরকারি এবং 2টি বেসরকারি ব্যাঙ্কের নাম রয়েছে।
9/9
তার মধ্যে সরকারি ক্ষেত্রের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নাম রয়েছে। এছাড়া বেসরকারি খাতের ২টি ব্যাঙ্ক এই তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের নাম ।