এক্সপ্লোর
Stock Market Holiday: আগামী সপ্তাহে আরও ২দিন ছুটি থাকবে বাজারে

Share Market
1/10

Share Market Holiday: মার্চ (31 March) মাসেই আরও ২ দিন বন্ধ থাকবে বাজার(Stock Market Holiday)। ছুটির কারণে এখানে হবে না বিনিয়োগ (Investment)। জেনে নিন, কোন দুই দিন বিনিয়োগ করতে পারবেন না ইনভেস্টাররা ।
2/10

ভারতীয় স্টক মার্কেট বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) হোলির কারণে 25 মার্চ, 2024 সোমবার কাজ করবে না। এছাড়া আগামী সপ্তাহে ২৯ মার্চ গুড ফ্রাইডে থাকায় বাজারে ছুটি থাকবে।
3/10

এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ৫টি ট্রেডিং দিনের মধ্যে মাত্র ৩ দিন ট্রেন্ডিং হবে। আগামীকাল থেকে সোমবার পর্যন্ত তিনদিন শেয়ার বাজার বন্ধ থাকবে।
4/10

স্টক মার্কেট পরের সপ্তাহে বন্ধ থাকার কারণে ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভস এবং সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং (SLB) বিভাগে কোনও লেনদেন হবে না। এর পাশাপাশি 25 এবং 29 তারিখে কারেন্সি বাজারগুলিও সম্পূর্ণ বন্ধ থাকবে।
5/10

একই সময়ে 25 মার্চ অর্থাৎ হোলিতে পণ্যের বাজার আংশিকভাবে বন্ধ থাকবে। সেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজার সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধ্যায় পণ্যের বাজারে লেনদেন হবে এবং ২৯ মার্চ পণ্যের বাজার পুরোপুরি বন্ধ থাকবে।
6/10

এদিন ভারতীয় শেয়ার বাজার একটি ইতিবাচক নোটে বন্ধ হয়েছে। যার মধ্যে ব্যাঙ্কিং, অটো এবং ফার্মা স্টক উল্লেখযোগ্য অবদান রেখেছে। নতুন করে কেনাকাটা দেখা গেছে মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারে।
7/10

আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 190 পয়েন্টের লাফ দিয়ে 72,832 পয়েন্টে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 84 পয়েন্টের লাফ দিয়ে 22,097 পয়েন্টে বন্ধ হয়েছে।
8/10

শনি ও রবিবারের ছুটি ছাড়াও 2024 সালে পুঁজিবাজারে মোট 14 দিন ছুটি থাকবে। জেনে নিন, আগামী মাসে কত দিন শেয়ার বাজারে ছুটি থাকবে- 25 মার্চ, 2024- হোলির কারণে শেয়ার বাজার বন্ধ থাকবে। 29 মার্চ, 2024- গুড ফ্রাইডে এর কারণে শেয়ার বাজার বন্ধ থাকবে।
9/10

11 এপ্রিল, 2024- ইদ-উল-ফিতর (রমজানের ইদ) কারণে শেয়ারবাজারে ছুটি থাকবে। 17 এপ্রিল, 2024- রাম নবমীর কারণে বাজার বন্ধ থাকবে। 1 মে, 2024- মহারাষ্ট্র দিবসের কারণে বাজারে ছুটি থাকবে।
10/10

17 জুন, 2024- বকরি ইদের কারণে বাজারে ছুটি থাকবে। 17 জুলাই, 2024- মহরমের কারণে বাজারে ছুটি থাকবে। আগস্ট 15, 2024- স্বাধীনতা দিবসের কারণে বাজার বন্ধ থাকবে 2 অক্টোবর, 2024- গান্ধী জয়ন্তীর কারণে শেয়ার বাজার বন্ধ থাকবে।
Published at : 23 Mar 2024 02:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
