এক্সপ্লোর
Tata Tiago CNG: টিয়াগোর সব ভ্যারিয়েন্টে সিএনজি মডেল, ভিতরে-বাইরে কেমন দেখতে গাড়ি ?
Tata Tiago CNG:
1/6

Tata Tiago CNG: পেট্রল-ডিজেলের অগ্নিমূল্য ও ১০ লাখের মধ্যে বৈদ্যুতিক গাড়ির অভাবের ফলে দেশে বেড়েই চলেছে CNG গাড়ি লঞ্চের সংখ্যা। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছে Tata Tiago ও Tigor plus। আজ আমরা আপনাকে Tata Tiago CNG সম্পর্কে জানাব।
2/6

Tiago CNG টিয়াগোর সব শ্রেণিতেই পাওয়া যায়। তাই আপনি এটি XE, XM, XT, XZ+ ট্রিমে পেতে পারেন৷ তাই যে কোনও পেট্রোল টিয়াগোর মালিক যে সব ফিচার পাবেন আপনি সেই সব ফিচার সিএনজি মডেলগুলিতে পাবেন। সেই অর্থে ক্লাইমেট কন্ট্রোল, কালো ও বেইজ রঙের ডুয়াল টোন ইন্টেরিয়র, প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল, স্টিয়ারিং কন্ট্রোল, রেয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি বৈশিষ্ট্যের কারণে টিয়াগো অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। আমাদের অবশ্যই বলতে হবে গাড়িটি 'মিডনাইট প্লাম' রঙে দারুণ দেখায়।
Published at : 29 Jan 2022 01:40 AM (IST)
আরও দেখুন






















