এক্সপ্লোর
Tax Saving: ১.৫ লক্ষ টাকা কর ছাড় পেতে কোন স্কিমে বিনিয়োগ করা ভাল ?
Money
1/9

Income Tax: কর ছাড়ের পাশাপাশি ভাল রিটার্ন পেতে চাইলে দেখতে পারেন এই ট্যাক্স সেভিং স্কিমগুলি। সাধারণত বেশিরভাগ বিনিয়োগকারী কর সাশ্রয়ের জন্য আয়করের ধারা 80C বেছে নেয়। এতে বিনিয়োগকারীরা ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পান। এই ৫ স্কিমে রয়েছে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয়ের বিকল্প। জেনে নিন, যোজনাগুলি।
2/9

1. ব্যাঙ্ক ট্যাক্স সেভার এফডি ব্যাঙ্কের এফডি স্কিম সব সময় একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প । এতে কোনও ঝুঁকি নেই। ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের ৫ বছরের ট্যাক্স সেভার FD-এর বিকল্প দেয়। এই ডিপোজিট স্কিমে সাধারণত ৫ বছরের লক-ইন পিরিয়ড থাকে। আপনি এতে বিনিয়োগ করা আমানতের উপর বার্ষিক ১.৫০ লক্ষ টাকার ট্যাক্স রেয়াত পেতে পারেন৷ বেশিরভাগ সরকারি ও বেসরকারী ব্যাঙ্কগুলি কর সাশ্রয়ী এফডিগুলিতে গ্রাহকদের ৬.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদের হার দেয়।
Published at : 22 Mar 2023 06:08 PM (IST)
আরও দেখুন






















