এক্সপ্লোর
Royal Enfield Bikes: রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে দুর্দান্ত পাঁচ বাইক। সামনের মাসেই লঞ্চ !
Royal Enfield Bikes: আগামী কয়েক মাসে দেশে আসতে চলেছে Royal Enfield-এর নতুন বাইকের সম্ভার। আগেই Hunter 350, Super Meteor 650 লঞ্চ করেছে কোম্পানি।
Royal Enfield
1/8

Royal Enfield Bikes: আগামী কয়েক মাসে দেশে আসতে চলেছে Royal Enfield-এর নতুন বাইকের সম্ভার। আগেই Hunter 350, Super Meteor 650 লঞ্চ করেছে কোম্পানি। এবার নতুন 350cc, 450cc ও 650cc সেগমেন্টের অনেক নতুন মডেল আনতে কোম্পানি। যা ২০২৩-২৪ সালে চালু হবে। দেখে নিন, কোম্পানির আসন্ন ৫টি মডেলের সম্পূর্ণ তালিকা।
2/8

প্রথম ১৯৪৮ সালে বাজারে আনা হয়েছিল এই মডেল। শীঘ্রই কোম্পানিটি তার নতুন প্রজন্মের মডেল লঞ্চ করতে চলেছে, যা কোম্পানির J প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি।
Published at : 18 Feb 2023 02:58 AM (IST)
আরও দেখুন





















