Volkswagen Virtus : মিডসাইজ সেডান সেগমেন্টে সবথেকে বড় গাড়ি, কেমন দেখতে ভার্টাস
By : abp ananda | Updated at : 06 May 2022 04:32 PM (IST)
volkswagen-virtus
1/7
স্কোডা স্লাভিয়ার পাশাপাশি দেশের গাড়ি বাজারে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফক্সওয়াগন ভার্টাস। জেনে নিন, পাওয়ারের পাশাপাশি কেমন পারফরম্যান্স দেয় গাড়ি।
2/7
Virtus সেডান Taigun-এর মতোই ইন্ডিয়ায় ফক্সওয়াগনের 2.0 MQB A0 IN প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
3/7
আপনি ফক্সওয়াগনের অন্দরসজ্জায় সব সময় মার্জিত নকশা পাবেন। দরজার থাম্প বুঝিয়ে দেয় যাত্রীরা এই গাড়িতে সুরক্ষিত। ডাইনামিক লাইন ডুয়াল টোন লেদার সিট ব্যবহার করা হয়েছে গাড়িতে। ড্যাশবোর্ডে একটি সহজ কার্যকরী লে-আউট দেওয়া হয়েছে।
4/7
এতে 10-ইঞ্চি টাচস্ক্রিন ছাড়াও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে কোম্পানি। ডিজাইনে মৌলিক কিছু কাস্টমাইজযোগ্য পরিবর্তন করতেই পারেন আপনি। কোম্পানি নিজেই তা ক্রেতাকে দিচ্ছে।
5/7
গাড়ির ইকুইপমেন্ট লিস্টে বড় হাইলাইটগুলি হল এসি ভেন্টিলেটেড সিট, কানেকটেড কার টেকনোলজি, ওয়্যারলেস চার্জিং ও স্মার্টফোন সংযোগ, সানরুফ, একটি 8 স্পিকার অডিও সিস্টেম, অটো ক্লাইমেট কন্ট্রোল, 6টি এয়ারব্যাগ, একটি রেয়ার ভিউ ক্যামেরা ছাড়াও আরও অনেক কিছু দেওয়া হয়েছে গাড়িতে।
6/7
রেয়ার ভিউ ক্যামেরায় আরও ভাল ডিসপ্লে থাকতে পারত। তীব্র গরম থাকা সত্ত্বেও AC খুব দ্রুত কেবিনকে ঠান্ডা করার ক্ষমতা ধরে। এর অডিও সিস্টেমটিও বেশ ভাল। এই বিভাগের দীর্ঘতম হুইলবেস রয়েছে Virtus-এ। ফলে ভাল জায়গার প্রতিশ্রুতি দেয় এই গাড়ি।
7/7
179 এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়িকে একটি SUV-এর মতো খারাপ রাস্তার উপর দিয়ে সহজেই যেতে যথেষ্ট ক্ষমতা দেয়। এই ক্ষেত্রে আপনাকে স্পিড ব্রেকারগুলির বিষয়ে খুব সতর্ক হওয়ার দরকার নেই।