এরপর ২০ কোটি টাকা পারিশ্রমের প্রস্তাব দেওয়া হলে দীপিকা তা গ্রহণ করেন। প্রসঙ্গত দীপিকা রাজি হওয়ায় ছবির স্ক্রিপ্টেও কিছু পরিবর্তন করার কথা ভাবছেন পরিচালক। সেই মতো কাজ শুরু হয়েছে বলেও সূত্রের খবর।
2/9
সম্প্রতি এক ওয়েব পোর্টালে ছবি নির্মাতাদের একজন জানিয়েছেন, দীপিকা প্রথমে নায়কের সমান পারিশ্রমিক দাবি করেন। প্রভাস এই ছবির জন্য ৫০ কোটি টাকা নেবেন। প্রযোজনা সংস্থা জানিয়ে দেয় তাঁরা তাঁকে ৫০ কোটি টাকা দিতে পারবেন না।
3/9
প্রভাসের বিরুদ্ধে সিনেমায় ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। বাহুবলী তারকা প্রভাসের সঙ্গে দীপিকা পাড়ুকোনের এই ছবির পরিচালনা করবেন অশ্বিন নাগ। প্রযোজনায় রয়েছে বৈজয়ন্তী মুভিস। কয়েকদিন আগেই তাঁর আগামী ছবি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দীপিকা।
4/9
এরপর বাজিরাও মস্তানি, পদ্মাবত – একের পর এক ছবিতে স্বামী, স্ত্রীর অভিনয় তারিয়ে তারিয়ে উপভোগ করেছে সিনেপ্রেমীরা। সম্প্রতি ছপাক-এ অ্যাসিড আক্রান্তের ভূমিকায় পাড়ুকোনের অভিনয়ে মুগ্ধ হয়েছে ভূভারত। এবার সাফল্যের মধ্য গগনে এসে ইতিহাস তৈরি করলেন তিনি।
5/9
বি-টাউনে শাহরুখ থেকে অমিতাভ বচ্চন, ইরফান খানের মতো অভিনেতাদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীপিকা – রণবীর (কপূর) জুটি এক সময় বি-টাউনের নয়নের মণি হয়েছিল পরবর্তীতে রামলীলায় রণবীর সিংহর সঙ্গে জুটি বাঁধেন তিনি।
6/9
হলিউডে ভিন ডিজেলের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি।
7/9
রেড চিলিজ, যশ রাজের মতো প্রযোজনা সংস্থা তো বটেই সঞ্জয় লীলা বনশালীর মতো পরিচালকদের কাছেও প্রথম পছন্দ হয়ে ওঠেন প্রকাশ পাড়ুকোনের কন্যা।
8/9
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের হাত ধরে বলিউডে অভিষেক করেন দীপিকা। তারপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় দীপিকা পাড়ুকোনের ঝুলি ভরিয়ে দিয়েছে বলিউড।
9/9
প্রভাসের বিপরীতে অভিনয় করবেন, দীপিকা পাড়ুকোন নেবেন ২০ কোটি টাকা। বলিউডের ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড। দীপিকার আগে কোনও অভিনেত্রী এত টাকা পারিশ্রমিক অর্জন করতে পারেননি।