এক্সপ্লোর
Ballygunge By Election: উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবুলের হাতে সুব্রতর ছেড়ে যাওয়া বালিগঞ্জ

বালিগঞ্জে জয়ী বাবুল।
1/11

পদ্ম ছেড়ে এসে উঠেছিলেন জোড়াফুল শিবিরে। বিপুল জনসমর্থন না পেলেও, বালিগঞ্জে তৃণমূলের আসন ধরে রাখলেন বাবুল সুপ্রিয়। ২০ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি।
2/11

রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসন বালিগঞ্জ। সেখানে বাবুলকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি জয়ী হওয়ার পরই সবুজ আবিরে ছেয়ে যায় গোটা এলাকা।
3/11

তৃণমূলের পতাকা, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং বাবুলের ছবি নিয়ে উচ্ছ্বাস দেখেন তৃণমূল সমর্থকরা। চলে আবির খেলা।
4/11

জয় নিশ্চিত হওয়ার পর মিষ্টি বিতরণ করতে দেখা যায় বাবুলকে। এই জয়ের শ্রেয় মমতাকেই দিয়েছেন তিনি। সুব্রতর আসনে তাঁকে ভরসা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
5/11

জয়ে শামিল হতে এ দিন বালিগঞ্জে উপস্থিত ছিল বাবুলের পরিবারও। সাংসদ হোন বা বিধায়ক, বাবুল দক্ষ হাতে, দায়িত্বশীল ভাবে কাজ সামলাবেন বলে জানান তাঁর পরিবারের সদস্যরা।
6/11

এ দিন গণনা শুরু হওয়ার পর সকাল থেকেই বালিগঞ্জে এগিয়ে ছিলেন বাবুল। দিনের শেষে ২০ হাজার ৫৬ ভোটে জয়ী হন তিনি। সাবেক দল বিজেপি-র উদ্দেশে তাঁর বার্তা 'ফলেন পরিচয়তে'।
7/11

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দেন বাবুল। তবে বালিগঞ্জে তাঁকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ ছিল দলের কর্মী এবং সাধারণ মানুষের একাংশের মধ্যে।
8/11

তবে গেরুয়া শিবিরে থাকাকালীন রাজনীতির বিতর্কিত অধ্যায়কে অস্বীকার করেননি বাবুল। বরং তাঁর অভিযোগ, মন সায় না দিলেও, বিজেপি-র লাইন ধরেই এগোতে হয়েছিল তাঁকে।
9/11

তবে বালিগঞ্জ কেন্দ্রে বাবুলের পরিবর্তে অন্য কাউকে দাঁড় করালে জয়ের ব্যবধান অনেক বেশি হত বলে মত দলেরই একাংশের। কারণ ২০২১ সালে সেখানে ১ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন সুব্রত।
10/11

তবে এ দিন শেষ পর্যন্ত বাবুলকে কড়া টক্কর দিয়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বিজেপি-কে ঠেলে তাঁর হাত ধরেই বালিগঞ্জে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। তাঁর মতে, বিজেপি নয়, সিপিএমই পারে তৃণমূলের বিকল্প হতে।
11/11

কলকাতায় এই প্রথম সাফল্য পেলেন বাবুল। এককালের সতীর্থ, বিজেপি-র কেয়া ঘোষকে পরাজিত করেছেন তিনি।
Published at : 16 Apr 2022 03:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
