এক্সপ্লোর
Bayron Biswas কেউ বললেন 'ব্যবসায়ী', কারও চোখে 'বিশ্বাসঘাতক', কী বললেন বাইরন ?
TMC BJP CPM on Bayron Biswas: তৃণমূলে যোগ দিয়েছেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। কেউ তাঁকে 'ব্যবসায়ী' তকমা দিয়েছেন, কেউ আবার বলেছেন 'বিশ্বাসঘাতক', দেখে নেওয়া যাক শাসক-বিরোধীদের প্রতিক্রিয়া।
কেউ বললেন 'ব্যবসায়ী', কারও চোখে 'বিশ্বাসঘাতক', কী বললেন বাইরন ?
1/10

নিজের দলের ভূমিকায় সরব হলেন চিরঞ্জিৎ। তাঁর বক্তব্য, 'একজনের ভোটে জিতে কীভাবে অন্য দলে চলে গেলেন? এটা উচিত নয়। আমি এসব পছন্দ করি না। যে চিহ্ন দেখে মানুষ ভোট দিয়েছিলেন, তাহলে সেই চিহ্নেরই মূল্য থাকল না। তাহলে তো লোক ঠকানো হয়। দলবদল কেউ করতেই পারেন। কিন্তু এক বছর তাঁকে বড় পদ দেওয়া উচিত নয়। আমি অর্জুনের ক্ষেত্রেও একই কথা বলেছিলাম। লাভ হয়নি।'
2/10

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে।'
Published at : 30 May 2023 04:09 PM (IST)
আরও দেখুন






















