মাথায় সোনার মুকুট, অঙ্গে সোনার কারুকাজ করা হার। হাতে মান্তাসা, বালা... আরও কত কী। ৫৭০ ভরি সোনার গয়নায় সাজলেন বীরভূমের ‘কেষ্ট কালী’।
2/9
বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ের কালীপুজো এখন এ নামেই লোকমুখে পরিচিত।
3/9
প্রতি বছর ধুমধাম করে এখানে হয় মাতৃশক্তির আরাধনা। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলই এই পুজোর দায়িত্বে।
4/9
দু’বছর পর এবার নিজে হাতে কালীকে গয়না পরালেন তিনি। অন্যান্য বছর ৩৬০-৩৭০ ভরি গয়নায় সাজলেও, এবছর প্রতিমার গয়নার পরিমাণ আরও ২০০ভরি বেড়েছে। প্রায় তিন কোটির গয়না পাহারা দিতে মোতায়েন সশস্ত্র পুলিশ।
5/9
অনুব্রতর কথায়, মায়ের কাছে কেঁদে বললেই, সব ইচ্ছে পূরণ করেন তিনি। তাঁর স্থির বিশ্বাস, মা ভবিষ্যতেও তাঁর কথা শুনবেন।
6/9
তিনি বলেন, "মা ও স্ত্রী মারা যাওয়ার জন্য দু’ বছর পরাতে পারিনি। এবার গয়না পরালাম মাকে।"
7/9
কেষ্টসুলভ গলায় বলেন, "২০২১-এ যা চেয়েছি মা আশা পূরণ করেছে। আগামীতেও পূরণ হবে।"
8/9
তাঁর কথায়, "ময়দানে খেলা হবে। বড় মাঠে বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলব। মাঠে যখন নামবো মা জিতিয়ে দেবে।"
9/9
বৃহস্পতিবার কালীপুজো। রাতভর বোলপুরের তৃণমূল কার্যালয়ে হবে মাতৃ আরাধনা।