এক্সপ্লোর
Kumari Puja 2022 : দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর কেন কঙ্কালীতলায় ৫১ কুমারীর পুজো ?
ত্রয়োদশী তিথিতে এখানেও কুমারী পুজোর আয়োজন। পরনে লাল শাড়ি৷ বাহারি ফুলের সাজ৷ ঠিক যেন উমা৷
কঙ্কালীতলায় ৫১ কুমারীর পুজো
1/10

এই পুজো শুরু হয়েছিল ৪৭ বছরের বেশি আগে। বীরভূমের বিখ্যাত সতীপীঠ কঙ্কালীতলায় দেবীপক্ষের ত্রয়োদশীর পুজোর আয়োজন করা হয়।
2/10

দেবীরূপে পুজো করা হয় ৫১ জন কুমারীকে। প্রথা মেনে দেবীপক্ষের ত্রয়োদশী তিথিতে ৫১ কুমারীকে দেবীরূপে পুজো করা হচ্ছে সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলায়।
3/10

এদিন কঙ্কালীতলায় প্রাচীন বটগাছের নিচে ৪ থেকে ৮ বছরের বয়সের কুমারীদের লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে সাজিয়ে দেবী রূপে পুজো করা হয়।
4/10

দুর্গাপুজোর পরের ত্রয়োদশীর দিনে এই পুজো হয়ে আসছে। সতীর দেহের ৫১টি খণ্ডকে মন্ত্রের দ্বারা একত্রিত করে সঙ্কল্পের মাধ্যমে ঘটে স্থাপন করা হয়।
5/10

বোলপুরে কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। সতী পীঠের অন্যতম এই স্থানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে।
6/10

পুজোর প্রায় এক মাস আগে থেকে আশেপাশের বিভিন্ন গ্রামের ৫-১১ বছর বয়সের কুমারীদের পরিবারের সদস্যরা পুজোর জন্য নাম লিখিয়ে যায়।
7/10

৫১ পীঠের সর্বশেষ পীঠ হিসাবে চিহ্নিত এই কঙ্কালিতলা। পুজো উপলক্ষ্যে সকাল থেকে মন্দিরে বহু ভক্তের সমাগম হয়েছে।
8/10

মন্দিরের সামনে বহু প্রাচীন বটগাছের নিচে অন্যান্য বছরের মতো ত্রয়োদশীর তিথিতে আয়োজন করা হয় কুমারী পুজোর।
9/10

কথিত আছে আজকের বিশেষ দিনে মায়ের কাছে প্রার্থনা করলে সব মনস্কামনা পূর্ণ হয়। সেই আশাতেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন ।
10/10

কুমারীজের পরনে লাল শাড়ি থাকে ৷ বাহারি ফুলের সাজ৷ ঠিক যেন উমা৷
Published at : 07 Oct 2022 01:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















