কঙ্কালীতলায় পৌষকালী পুজো, কথিত আছে এখানেই পড়েছিল দেবার কোমর
By : abp ananda | Updated at : 02 Jan 2022 05:29 PM (IST)
কঙ্কালীতলায় পৌষকালী পুজো
1/9
আজ পৌষ (Poush) অমাবস্যা। অনেকেই মনে করেন আজ সর্বসিদ্ধিযোগ রয়েছে। গতকাল রাত ২টোয় অমাবস্যা তিথি শুরু হয়েছে।
2/9
সতীপীঠের অন্যতম ৫১ পীঠ কঙ্কালীতলা মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজো।
3/9
৩৬৫ দিনই ভক্তদের ভিড় থাকে থাকে মন্দিরে। তবে আজ অমাবস্যা উপলক্ষে চলছে বিশেষ পুজো। ভক্তের সমাগম হয়েছে।
4/9
যদিও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পালন হচ্ছে সমস্ত বিধি। মাস্ক পরে ও নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলছে পুজো।
5/9
সকলেরই মুখে মাস্ক রয়েছে, পাশাপাশি শান্তিনিকেতন থানার দুই ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে।
6/9
তাঁরা দূরত্ব-বিধির দিকটি নজরে রাখছেন।, সকলকে মাস্ক ব্যবহার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ সারাদিনই অমাবস্য়ার উপলক্ষে এই বিশেষ পুজো চলবে। সকালে মাকে স্নান করানো হয়েছে।
7/9
দুপুরে মায়ের ভোগে ছিল পোলাও , ফ্রাইড রাইস, বিভিন্ন ভাজা, ডাল, দুই রকমের সবজি, চাটনি, পরমান্ন, মিষ্টি।
8/9
এর পর রাত আটটা নাগাদ শুরু হবে যজ্ঞ। রাত ১২.২৬ নাগাদ অমাবস্যা ছাড়বে।
9/9
কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্ কোমর পড়েছিল। সেই থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা।