এক্সপ্লোর
Jadavpur University: 'যাদবপুর বাঁচাও' মিছিল শুভেন্দুদের, পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি
BJP Protest Rally JU: বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল। পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এবিভিপির।

'যাদবপুর বাঁচাও' মিছিল শুভেন্দুদের, পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি
1/10

বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল, পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি।
2/10

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এবিভিপির, যাদবপুর থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি যুবমোর্চা সমর্থকদের।
3/10

আটক বেশ কয়েক জন এবিভিপি সমর্থক, গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল ।
4/10

বিজেপির যুব মোর্চার তরফে এই মিছিলের নেতৃত্বে রয়েছেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ।
5/10

মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় র্যাগিংকাণ্ডের প্রতিবাদেই আজকের মিছিল। একই পথে মিছিলে সামিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও।
6/10

সম্প্রতি বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডের দিকে এগিয়েছিলেন বিরোধী দলনেতা।
7/10

ওই দিন ওই স্থানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোতে শুরু করেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান বেশ কয়েকজন।
8/10

এদিকে ওই মুহূর্তে শুভেন্দু-র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ ওঠে। শুরু হয় অশান্তি।
9/10

এদিন মিছিলের মাঝে রীতিমতো ধস্তাধস্তি হয়। একাধিক জনকে আটক করা হয় পুলিশের তরফে।
10/10

যদিও ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় প্রতিবাদের মিছিল।
Published at : 25 Aug 2023 05:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
