এক্সপ্লোর
Brain Eating Amoeba : 'সাঁতারেও' হতে পারে এই মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণ ! কেরলে মৃত ১৯, রাজ্যে বহু পজিটিভ কেস, কী কী নজরে রাখবেন ? জানালেন চিকিৎসক
Doctor On Brain Eating Amoeba : কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণে মৃত ১৯, রাজ্যেও বহু পজিটিভ কেস,কী কী বিষয় সাবধান হবেন এখুনই ? জানালেন চিকিৎসক
সাঁতারেও হতে পারে এই মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণ ! কেরলে মৃত ১৯, রাজ্যে বহু পজিটিভ কেস, কী কী নজরে রাখবেন ? জানালেন চিকিৎসক
1/10

কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবার দাপট। মস্তিষ্ক-খেকো অ্যামিবা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৯। ৬৯ জন অ্যামিবা আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।কোঝিকোড়, মালাপ্পুরমে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে।
2/10

গতবছর ও চলতি বছরে এ রাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে !এ রাজ্যেও প্রায় ২০ জন অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে। ২০ জন আক্রান্তের মধ্যে ১৪ জন ভর্তি ছিলেন মল্লিকবাজার INK-তে INK-তে ভর্তি থাকা ১৪ জনের মধ্যে ৯ জনের মৃত্যু হয়।
Published at : 18 Sep 2025 11:14 PM (IST)
আরও দেখুন






















