এক্সপ্লোর
Nail Disease Symptom : ভাঙছে নখ? সাদা বা লাল ছোপ? বিকৃত আকার? চিনে নিন এই বড় অসুখের ইঙ্গিত
ভাঙছে নখ?
1/8

নখের নানা রকম দাগ , ব্যথা ও অন্য সমস্যায় কমবেশি ভোগেন প্রত্যেকেই। হয়ত, নখ বলেই সেভাবে পাত্তা দেন না বেশিরভাগ মানুষ।
2/8

মনে রাখতে হবে, নখের কোনও অসুখ শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয় । শরীরের অনেক রোগের প্রতিফলন ঘটতে পারে নখে।
3/8

নখ অনেক সময় মাঝখান থেকে ফুলে যায়। একে ক্লাবিং (Nail Clubbing) বলা হয়ে থাকে । জন্মগত হার্টের অসুখের ক্ষেত্রে নখে ক্লাবিং হয়। অনেক সময় সিওপিডির (COPD) প্রতিফলন হয়ে থাকে নখে।
4/8

কিছু ফাংগাল ইনফেকশন হয়ে থাকলেও তার প্রতিফলন নখে হয়। সে ক্ষেত্রে দেখা যায় নখের আকার-আকৃতি পরিবর্তন হয়ে যায়। নখের কোয়ালিটিও নষ্ট হয় । দেখতেও খারাপ লাগে ।
5/8

আপনার নখ যদি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়ে থাকতে পারে। অ্যানিমিয়ার (anemia) অন্যতম লক্ষণ হল নখ সাদা হয়ে যাওয়া । সহজে ভেঙে যাওয়া।
6/8

ভিটামিন ডি-র (vitamin D) অভাবে নখ সহজে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। একে ব্রিটেল নেল (brittle nails) বলা হয় ।
7/8

নখের ভিতরে অল্প অল্প ছোট ছোট রক্তক্ষরণ ( Splinter Hemorrhages) )হতে পারে। নখের রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হলে এই রক্তক্ষরণ হতে পারে।
8/8

যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তাদেরও নখের ক্ষতি হয় । নখের গোড়া চামড়া নষ্ট হয়ে যায়। চিকিৎসকরা. নখ দেখে শরীরে অনেক কঠিন অসুখ সম্পর্কে আন্দাজ করতে পারেন
Published at : 30 Jan 2024 02:08 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















