By : abp ananda | Updated at : 01 Jan 2022 06:36 PM (IST)
দিঘায় ভিড়
1/7
অনির্বাণ বিশ্বাস, দীঘা: বর্ষবরণ উপলক্ষে পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। বছরের শেষদিনে ভিড় উপচে পড়েছে সৈকতনগরীতে।
2/7
সৈকত জুড়ে দাপাদাপি ছোট থেকে বড়দের। সমুদ্রস্নানের পাশাপাশি চলছে দেদার আড্ডা।
3/7
দিঘার হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, সন্ধের পর থেকে দিঘার সৈকতে কার্যত তিল ধারণের জায়গা থাকবে না।
4/7
ভ্যারিয়ান্ট অফ কনসার্ন ওমিক্রনে, দেশে আক্রান্তর সংখ্যা দেড় হাজার ছুঁয়ে ফেলেছে। একলাফে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে করোনায় দৈনিক সংক্রমণ। বাংলায় তিনদিনে তিনগুণেরও বেশি বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
5/7
দিঘার জনস্রোত দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। সামাজিক দূরত্ব তো ঘুচেছে। নেই মাস্কও।
6/7
বছরের প্রথম দিনে সমুদ্রনগরীতে জনজোয়ার। রাজ্যের করোনা বিধির চিত্রের মাঝে যেন এক বিচিত্র চিত্র।
7/7
যদিও মন্দারমণিতে ভিন্ন চিত্র দেখা গেল। দিঘার একেবারে বিপরীত দৃশ্য। নেই লোকসমাগম। জনস্রোত। কার্যত ফাঁকাই পড়ে সৈকত।