এক্সপ্লোর
Durga Puja 2024: কুমারী পুজোর মাধ্য়মে দেবীর আরাধনা, অষ্টমীতে দিকে দিকে ভক্তদের ঢল
Kumari Puja: অষ্টমীর সকালে মাতৃ আরাধনায় মেতে উঠল শহর থেকে জেলা। তিথি মেনে করা হল কুমারী পুজো।
ফাইল ছবি
1/9

ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো। প্রথমে পুষ্পাঞ্জলি। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারী পুজোর জন্য।
2/9

১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। এবারের কুমারী ৫ বছরের সানভি মুখোপাধ্যায়। উমা রূপে পুজো করা হল বেলুড় বাজারের বাসিন্দা ছোট্ট সানভিকে। কুমারী পুজো দেখতে বেলুড় মঠে ভিড় হয়।
Published at : 11 Oct 2024 06:08 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















