এক্সপ্লোর
Belur Math: পঞ্চমীতে বেলুড় মঠে প্রস্তুতি, বোধনের আগে সুসজ্জিত দেবীর মণ্ডপ
ঘরের মেয়েকে বরণের প্রস্তুতি চলছে জোরকদমে। ষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে পুজোর শুভারম্ভ শুরু হবে।
ঘরের মেয়েকে বরণের প্রস্তুতি চলছে জোরকদমে
1/10

উমার এবার বাপের বাড়িতে আসার সময়। বোধনের আগে সেজে উঠেছে বেলুড় মঠ। ঘরের মেয়েকে বরণের প্রস্তুতি চলছে জোরকদমে। ষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে পুজোর শুভারম্ভ শুরু হবে। ছবিসূত্র- রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
2/10

১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই বছর থেকেই এই পুজোয় নিষ্ঠাভরে মানা হয় কিছু বিধি। ছবিসূত্র- রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ/ ফেসবুক
Published at : 19 Oct 2023 08:53 AM (IST)
আরও দেখুন





















